ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একটি রেকর্ডও হয়নি

জাতীয় এ্যাথলেটিক্সে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:১০, ২৫ ডিসেম্বর ২০১৬

জাতীয় এ্যাথলেটিক্সে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যান্ড টাইমিংয়ে খেলা হওয়ার পরও কোন রেকর্ড ছাড়াই শেষ হয়েছে জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ১৯ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৩টি তাম্রসহ মোট ৫১টি পদক জিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ১১ স্বর্ণ, ১১ রৌপ্য ও ৪ তাম্রসহ ২৬টি পদক জিতে রানার্সআপ হয়েছে। ২ স্বর্ণ, ২ রৌপ্য ও ২ তাম্রসহ ৬টি পদক জিতে তৃতীয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। এ সময় বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। প্রতিযোগিতার দ্রুততম মানব নৌবাহিনীর মেজবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তারের হাতে ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও রানার্সআপ নৌবাহিনীর হাতে দলীয় ট্রফি তুলে দেয়া হয়।
×