ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডাক্তারদের প্রশংসায় কেভিতোভা

প্রকাশিত: ০৪:১০, ২৫ ডিসেম্বর ২০১৬

ডাক্তারদের প্রশংসায় কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে নিজের ফ্ল্যাটেই চোর দ্বারা ছুরিকাহত হন পেত্রা কেভিতোভা। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ছাড়া পেয়েই জানিয়ে দিলেন টেনিসে ফিরতে চান কেভিতোভা। কত সময় লাগবে ফিরতে? তা নিয়ে মোটেই চিন্তিত নন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। হাসপাতাল থেকে মুক্তি পেয়েই শুক্রবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন কেভিতোভা। নিজের শহর প্রাগে। যে হাতে খেলেন, সেই বাঁ-হাতের কনুইয়ের ঠিক নিচ থেকে একেবারে আঙ্গুল ঢেকে ব্যান্ডেজ। প্রথমেই ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘ডাক্তারদের কারণেই দ্রুত হাসপাতাল ছাড়তে পেরেছি। তাই এটাই আমার জন্য ক্রিসমাসের সবচেয়ে বড় উপহার।’ গত অর্ধযুগ ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম কেভিতোভা। টেনিসকে ঘিরেই এখন তার সব ধ্যান-জ্ঞান। সুসময় কিংবা দুঃসময় টেনিসের র‌্যাকেট ছাড়া তার বেঁচে থাকাটায় দায়। তাই তো কেভিতোভা সাফ জানিয়ে দিলেন, ‘আমার কাছে আর কোনও রাস্তা নেই। পিছনে তো তাকাতে পারি না। কিভাবে সব সামলাতে পারি দেখি। আবার কোর্টে নামতে কত সময় লাগবে আমার কাছে সেটা বড় নয়। তিন মাস, ছয় মাস, এক বছর...যতই লম্বা হোক। কিন্তু একদিন আমি ফিরবই। তার জন্য যা করতে হয়, তা-ই করব।’ চুরিকাহত হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন টেনিস কোর্টে ফেরাটা তার জন্য প্রায় অসম্ভব। তবে অস্ত্রোপচারের পর আর তেমনটি মনে হচ্ছে না। ডাক্তাররাও জানিয়েছেন কেভিতোভা সুস্থ এবং কম বয়সী হওয়ার কারণে কিছুটা সময় লাগলেও পুনরায় টেনিস খেলাটা অসম্ভব কিছু নয়। কেভিতোভা তো জানিয়েছেন, ডাক্তারদের সামনেই তিনি বাঁ হাতের আঙ্গুলগুলো আলাদা করে নাড়াতে পেরেছেন। তারপর অবশ্য পুরো ব্যান্ডেজ করে রাখা।
×