ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২২ গোলের ম্যাচে নেইমারের ৪

প্রকাশিত: ০৪:০৯, ২৫ ডিসেম্বর ২০১৬

২২ গোলের ম্যাচে নেইমারের ৪

স্পোর্টস রিপোর্টার ॥ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সব হারিয়েছে ব্রাজিলের ক্লাব চাপেকোয়েন্স। খেলোয়াড়, কর্মকর্তা, কোচিং স্টাফ মিলে ওই দুর্ঘটনায় মারা যায় ৭১ জন। ব্রাজিলিয়ান ক্লাবটির এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে সবাই। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে একটি প্রীতি ম্যাচ খেলেছেন ব্রাজিলের বর্তমান ও সাবেক ফুটবলাররা। ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলে নেইমার ও রবিনহো একাদশ। মূলত দু’জনের বন্ধুদের আধিক্য দিয়েই স্কোয়াড গড়া হয়। খেলা উছিলা হলেও মূল লক্ষ্য তহবিল সংগ্রহ করা। প্রয়াতের স্মরণ ও চ্যারিটির জন্য অর্থ সংগ্রহে চাঁদের হাট বসেছিল সাওপাওলোয়। সেখানে আবেগ দিয়ে খেলেছেন সবাই। উপভোগ্য ম্যাচে নেইমারের একাদশ ১৩-৯ গোলে হারিয়েছে রবিনহো একাদশকে। দলের জয়ে একাই চার গোল করেন বার্সিলোনা তারকা নেইমার। ম্যাচে নেইমারের দল খেলে কলম্বিয়ার জার্সির আদলে। আর চাপেকোয়েন্সের সবুজ জার্সি গায়ে জড়ায় রবিনহোর দল। শুরুতে ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল রবিনহোর দল। কিন্তু পরে নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে ঘুরে দাঁড়ায় তার দল। নিজে এক হালি গোল করা ছাড়াও একাধিক গোলের উৎসদাতা তিনি। ম্যাচটিতে নেইমার, রবিনহো ছাড়াও খেলেছেন কাকা, দানি আলভেস, জুলিও ব্যাপটিস্টা, গ্যাব্রিয়েল জেসুস আর ফর্মুলা ওয়ান কিংবদন্তি ফেলিপে মাসার মতো খেলোয়াড়। ম্যাচটি থেকে আয়োজকরা পেয়েছেন তিন লাখ ইউরো, যার পুরোটা দান করা হয়েছে চ্যারিটিতে। চাপেকোয়েন্সকে ম্যাচটি উৎসর্গ করে রবিনহো বলেন, ম্যাচটি চাপেকোন্সের জন্য। মর্মান্তিক দুর্ঘটনায় এভাবে একটি ক্লাবের ধ্বংস হয়ে যাওয়া ফুটবলের করুণতম ট্র্যাজেডি। নেইমারের ভূমিকার প্রশংসা করে রবিনহো আরও বলেন, টুইটারে ব্যাটম্যানের সাজে দেখলাম নেইমারকে। মাঠেও ব্যাটম্যানের মতো অসাধারণ ও। আমার দলটা অবশ্য বুড়োদের নিয়ে গড়া। নিজেরই মনে হচ্ছে বয়স ৫০ ছাড়িয়ে গেছে। তার পরও ৯ গোল করাটা হেলাফেলার কিছু নয়। সাবেক ফিফা সেরা তারকা কাকাও ব্যথিত মর্মান্তিক দুর্ঘটনায়। সুদর্শন এ ফুটবলার বলেন, দলটি মাত্রই গুছিয়ে উঠছিল। নাম লিখিয়েছিল কোপা সুদামেরিকানার ফাইনালে। এমন একটা দলের নিঃশেষ হয়ে যাওয়ার মতো বেদনার আর কী হতে পারে। ঘুরে দাঁড়াতে আশাবাদী চাপেকোয়েন্সের নতুন সভাপতি পিলিলেনা ডেভিড দ্য নেস ফিলহোও। তিনি বলেন, সবার এমন সমর্থনে অভিভূত আমরা। চারজন খেলোয়াড় কিনে ফেলেছি নতুন মৌসুমের জন্য। হাতে টাকা এলে কিনতে চাই আরো কয়েকজনকে। দুর্ঘটনার পর চাপেকোয়েন্সের প্রথম ম্যাচ আগামী ২৯ জানুয়ারি। এর চার দিন আগে তাদের জন্য তহবিল সংগ্রহে প্রদর্শনী ম্যাচ খেলবে ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচটিতে শুরুতে খেলার কথা ছিল নেইমার, জেসুস, দানি আলভেসসহ পুরো শক্তির ব্রাজিলের। কিন্তু ফিফা সূচীর প্রদর্শনী ম্যাচ না হওয়ায় ম্যাচটিতে তারকারা খেলতে পারবেন না।
×