ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বফুটবলের নতুন বাজার চীন

প্রকাশিত: ০৪:০৮, ২৫ ডিসেম্বর ২০১৬

বিশ্বফুটবলের নতুন বাজার চীন

স্পোর্টস রিপোর্টার ॥ এতদিন বিশ্বখ্যাত ফুটবলারদের তীর্থক্ষেত্র হিসেবে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ইতালির লীগগুলোকেই ভাবা হতো। দলবদলের বাজারে অফুরন্ত টাকা উড়িয়ে এসব লীগের ক্লাবগুলোকেই দেখা যেত বিশ্বসেরা সব ফুটবল প্রতিভাকে দলে বেড়াতে। তবে হঠাৎ করেই ফুটবল বিশ্বে চমক হয়ে এলো চাইনিজ সুপার লীগ। কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের কিনে নিচ্ছে তারা। অথচ খুব বেশিদিন হয়নি, ফুটবলের বাকি দুনিয়ার সঙ্গে তুলনা করলে মাত্রই শুরু হওয়া ফুটবল লীগে অভাবনীয় সব দলবদল সাড়া ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়। ২০০৪ সালে শুরু হওয়া চাইনিজ সুপার লীগ ১২ বছরে পা দিতে না দিতেই দলবদলের বাজারে বর্তমানের অনেক প্রতিভাবান ও তারকা খেলোয়াড়দের নিয়ে এসেছে চীনের সুপার লিগের আঙ্গিনায়। যেখানে সর্বশেষ সংযোজন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। চীনের ক্লাব সাংহাই এসআইপিজি দলে যোগ দিয়েছেন তিনি। শীতকালীন দলবদলে আগামী মাসেই চীনে পাড়ি দেবেন অস্কার। শুক্রবার বিষয়টি নিশ্চিত করল তার ক্লাব। অস্কারকে দলে টানতে চীনের ক্লাবটি গুনছে ৬০ মিলিয়ন পাউন্ড। ২০১২ সালে ব্রাজিলের এসসি ইন্টারন্যাসিওনাল থেকে চেলসিতে পাড়ি দেন তিনি। চেলসিরই সাবেক কোচ আন্দ্রেস ভিলাস বোয়াস বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন চীনের দল শাংহাইয়ের। অস্কারের আগে স্বদেশী রামিরেজ (৫১ মিলিয়ন) জিয়াংসুতে, এ্যাটলেটিকো মাদ্রিদের মার্টিনেজ (৬৫ মিলিয়ন) গুয়াংঝুতে, জার্ভিনিয়ো হেবেইতে এবং এ্যালেক্স টাক্সেইরা রেকর্ড ব্রেকিং ৭৮ মিলিয়ন ডলারে জিয়াংসুতে যোগ দেওয়ার পর হয়ত ফুটবল বিশ্ব নড়েচড়ে বসে এবং তীক্ষè নজরে রাখতে শুরু করে। ইউরোপের অনেক বড় বড় ক্লাবের সঙ্গে পাল্লা, খরচের অংকে দিয়ে তারকা ফুটবলারদের দলে নিয়ে আসছে চাইনিজ সুপার লীগের দলগুলো। চীনের মাটিতে পা রেখেছেন দিদিয়ের দ্রগবা, নিকোলাস আনেলকার মতো তারকারাও। আর সাংহাই শেনহুয়ার সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত করে রেখেছেন তেভেজও। স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্সে শুরু করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এখানেই ক্যারিয়ার শেষের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ চমকটা যে তার এখনও বাকি! তা কী তেভেজ নিজেও জানতেন? মেসি-রোনাল্ডোদের টপকিয়ে তিনিই যে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ফুটবলারের তকমাটা গায়ে মাখতে যাচ্ছেন! চাইনিজ সুপার লীগের ক্লাব সাংহাই শেনহুয়া যে পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে তাতে কার্লোস তেভেজই বর্তমান বিশ্বফুটবলের সবচেয়ে দামী ফুটবলার! ক্লাবটির প্রস্তাবিত এ অর্থে সপ্তাহে তার মূল্য দাঁড়ায় ৬ লাখ ১৫ হাজার পাউন্ড। বার্ষিক হিসেবে তা ৩১.৯৮ মিলিয়ন পাউন্ড! ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সভেন গোরান এরিকসন তো আরও আগেই ভবিষ্যদ্বাণী করেছেন যে, নিকট ভবিষ্যতে চাইনিজ সুপার লীগে দেখা যেতে পারে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা ওয়েন রুনির মতো সুপারস্টারকেও। শীর্ষ তারকারা কে কোথায় ক্যারিয়ার শেষ করবেন- এমন আলোচনায় এরিকসন বলেছিলেন, ‘লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা ওয়েন রুনিদের মতো খ্যাতিসম্পন্ন খেলোয়াড়দের শিগগিরই দেখা যেতে পারে চাইনিজ সুপার লীগে। এটা সম্ভবত ঘটতে চলেছে। জ¬াতান ইব্রাহিমোভিচের মতো ফুটবলার এলে তা চীনের ফুটবলের জন্য বিরাট ব্যাপার হবে।’ খেলোয়াড়দের মতো কোচরাও ক্যারিয়ারের গোধূলিলগ্নে নাম লেখাচ্ছেন চাইনিজ সুপার লীগে। তবে কেউ কেউ ক্যারিয়ারের সেরা সময়েও আসছেন। ২০১৪ সালের নবেম্বরে সাংহাই এসআইপিজি ক্লাবের হেড কোচের দায়িত্ব নেন এরিকসন। তার বিশ্বাস, চীনা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। তার মতে, ‘ট্রান্সফার ফি প্রশ্নে চীনের শীর্ষ ক্লাবগুলো এখন ইউরোপের বড় বড় ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে। তবে তারা যে কেবল বড় বড় তারকা খেলোয়াড় কিনতেই খরচ করছে তা নয়, যুব প্রকল্পেও অনেক ব্যয় করছে এখানকার ক্লাবগুলো। এখানে আমার অভিজ্ঞতা বলছে, চীনে ফুটবলের নতুন যুগের সূচনা হচ্ছে। দেশটি একটি ফুটবল জাতিতে পরিণত হবে। অবশ্যই এটি প্রথমে ক্লাব পর্যায়ে ঘটবে; তার পর জাতীয় পর্যায়ে। তবে ফুটবলের সত্যিকারের শক্তি হিসেবে আবির্ভূত হতে চীনের এখনো অন্তত ১০ বছর সময় লাগবে। এখানে ফুটবলের প্রতি আগ্রহটা বিরাট, দিনে দিনে এটা বাড়ছেই।’
×