ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জরায়ুমুখের ক্যান্সার নির্র্ণয় লিকুইড বেইস্ড সাইটোলজি পদ্ধতি চালু

প্রকাশিত: ০৩:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৬

জরায়ুমুখের ক্যান্সার নির্র্ণয়  লিকুইড বেইস্ড  সাইটোলজি  পদ্ধতি চালু

দেশে প্রথবারের মতো চালু হলো জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে উন্নততর লিকুইড বেইস্ড সাইটোলজি পদ্ধতি। এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকের নিচতলায় শহীদ ডাঃ মিলন হলে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে উন্নততর লিকুইড বেইস্ড সাইটোলজি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ অসীম রঞ্জন বড়ুয়া। উক্ত বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওজিএসবি’র সভাপতি অধ্যাপক ডাঃ লায়লা আঞ্জুমান বানু, গাইনী বিভাগের অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, বেকটন ডিকশন’র বিজনেস ডিরেক্টর নীরাজ রাগুবংশী। স্বাগত বক্তব্য রাখেন বিএপির সভাপতি ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে বক্তা হিসেবে ছিলেন রেসিডেন্ট ডাঃ মেহেদী আশিক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে লিকুইড বেইস্ড সাইটোলজি পরীক্ষা পদ্ধতিটি চালু হওয়ায় একটি স্বপ্নের বাস্তবায়ন হলো। - বিজ্ঞপ্তি
×