ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত দুই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শনিবার ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলোÑ জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কুতুবেরচর এলাকার বুদু মিয়ার ছেলে অটোচালক নুর মোহাম্মদ (৪২) ও ইসমাইল হোসেনের ছেলে দিনমজুর হাসমত আলী (৪০)। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বজলুর রহমান বাছির জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে দুই শ্রমিক হেঁটে যাচ্ছিল। তারা ওই রেলপথের গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল কলেজগেট ও মীরের বাজার রেলগেটের মধ্যবর্তী পূবাইলের বসুগাঁও এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে আসতে দেখে। তারা ওই রেলপথ ছেড়ে পাশের অপর রেলপথ ধরে পুনরায় সামনের দিকে হাঁটতে শুরু করে। এ সময় ওই পথে পেছন থেকে আসা দ্রুতগতির কিশোরগঞ্জগামী অপর ট্রেন এগারসিন্দুর নিচে তারা কাটা পড়ে এবং ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়। নিয়োগ দাবিতে অবস্থান ধর্মঘট স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রাণিসম্পদ অধিদফতরের প্রতি ইউনিয়নে এ.আই টেকনিশিয়ান (স্বেচ্ছাসেবী) পদ সৃষ্টি এবং কর্মরতদের নিয়োগসহ ৪ দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ প্রাণিসম্পদ এ.আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির আয়োজনে এই অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচীতে বলা হয়, রাষ্ট্র তার কর্মী-কর্মচারী ও কর্মকর্তাদের অর্থনৈতিক সুরক্ষা দেবে সবার ক্ষেত্রে এমনটি চললেও এ.আই টেকনিশিয়ানদের ক্ষেত্রে বৈষম্য চলছে। মাসিক মাত্র ৫শ’ টাকা ভাতা দেয়া হচ্ছে। যাতে করে ইউনিয়ন পর্যায়ে তারা সেবা প্রদান করলেও, নিয়োগ না দেয়ায় আত্মকলহের সৃষ্টি হচ্ছে। বেতন ছাড়া কর্মীদের অমানবিক জীবন যাপন করতে হচ্ছে। যাতে করে অনেকের মধ্যেই অনাগ্রহের সৃষ্টি হচ্ছে ফলে গো-সম্পদের জাত উন্নয়ন না হয়ে অবনতি হবে বলে আশঙ্কা তাদের। পিরোজপুরে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৪ ডিসেম্বর ॥ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধ মামলার সাজাপ্রাপ্ত আসামি দেলওয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদীর অংশগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেন ইন্দুরকানী উপজেলার মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেনÑ পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, সাঈদীর যুদ্ধপরাধ মামলার বাদী ও সাবেক উপজেলা কমান্ডার মাহবুবুল আলম, মামলার সাক্ষী রুহুল আমীন নবীন, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, সহকারী কমান্ডার ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তরা সাঈদীপুত্রের সঙ্গে মঞ্চে ওঠায় উপজেলা কমান্ডার বেলায়েত হোসেনের পদত্যাগের দাবি করে এ ঘটনায় নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন। যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নিখোঁজের দুদিন পর আমির উল্লাহ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে টেকনাফের হোয়াইক্যং রইক্ষ্যং গ্রামের রশিদ আহমদের পুত্র। শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, গত দুদিন আগে পরিবারের সঙ্গে অভিমান করে নিহত আমির উল্লাহ ঘর থেকে বেরিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ¦বর্তী একটি পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। কুষ্টিয়ায় লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ ডিসেম্বর ॥ কুষ্টিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভেড়ামারা উপজেলার ব্যাকাপুল রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও, হাসাইল, কামাড়খাড়া, দীঘিরপাড় ও যশলং ইউনিয়নের শীতার্তদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার ভূতু নিজস্ব অর্থায়নে শনিবার সকালে এ পাঁচটি ইউনিয়নে এ কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান আলি আহম্মেদ সেখ, হাসাইল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কামাড়খাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হাওলাদার উপস্থিত ছিলেন। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার সকালে সাপাহারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় আমরা’-এর উদ্যোগে ও ‘নিশ্চিন্তপুর থ্রি-স্টার ফিলিং স্টেশন’-এর সহযোগিতায় অসহায়, দরিদ্র, পথশিশু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মিলন হোসেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহজাহান হোসেন প্রমুখ। ক্ষতিপূরণের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ ডিসেম্বর ॥ পদ্মা সেতুর রেললাইনের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে গাছপালা ও স্থাপনা বাবদ ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য নূর-ই-আলম লিটন চৌধুরী। পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ স্থাপনে রেললাইনের জন্য শিবচর উপজেলার পাঁচ ইউনিয়নের ১২৫ পরিবারের জমির গাছপালা ও স্থাপনার ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্তদের মাঝে ১৮ কোটি ২২ লাখ ২২ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস। উপস্থিত ছিলেনÑ শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী প্রমুখ। ২৮৬ পরিবারে বিদ্যুতায়ন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ ডিসেম্বর ॥ শনিবার নিয়ামতপুরের ১০ গ্রামের ২শ’ ৮৬টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। নিয়ামতপুর সদর ইউপির বালাহৈর লক্ষ্মীমন্দির প্রাঙ্গণে ৩টি গ্রামের এবং উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকড়তলী গ্রামে ৭টি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। সভায় প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বালাহৈর গ্রামে ১০, হানুপাড়ায় ৭৮ এবং কামারপাড়ায় ৫১, নূরপুর গ্রামে ২১, মোহাম্মাদপুর আদিবাসী পাড়ায় ১২, পরানপুর আদিবাসী পাড়ায় ৭২, মাকলাহাট গ্রামে ১৮, মাকড়তলী গ্রামে ১৪ ও শিবপুর স্কুল পাড়ায় ১০টি পরিবারে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। পুষ্টি বিজ্ঞান মেলা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৪ ডিসেম্বর ॥ গোপালগঞ্জে শনিবার দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউটের (এনএনআই) আয়োজনে গোপালগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পাসে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক এ মেলা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান। এ সময় জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবিদ হাসান, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রহল্লাদ চন্দ্র বিশ্বাস ও নেস্লে’র এরিয়া ম্যানেজার তরুণ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। মেলায় গোপালগঞ্জের ২৮০ জন নার্স অংশ নেন।
×