ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পিডবোটের সংঘর্ষে নিহত এক ॥ মালিক চালকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ ডিসেম্বর ২০১৬

স্পিডবোটের সংঘর্ষে নিহত এক ॥ মালিক চালকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার লাহারহাট নদীর কড়াইতলা পয়েন্টে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নাশপতি বেগম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ নিহতের মেয়ে সিদরাতুল মুনতাহা সাহিরার (১৩) শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি। নিহত নাশপতি বেগম ঢাকা মেডিক্যাল কলেজের অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ গোলাম সরোয়ারের স্ত্রী। সূত্রমতে, দুর্ঘটনায় চিকিৎসকের স্ত্রী নিহত ও মেয়ে নিখোঁজের ঘটনায় শনিবার দুপুরে ডাঃ গোলাম সরোয়ার বাদী হয়ে দুই স্পিডবোটের মালিক, চালক, হেলপার ও ভোলা এবং বরিশালের স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে আসামি করে মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতের এ দুর্ঘটনায় স্পিডবোটে আহত আট যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাহেবেরহাট বন্দর থানার ওসি মাহাবুবুল আলম জানান, শুক্রবার রাত আটটার দিকে বরিশাল থেকে ভোলাগামী এবং বিপরীত দিক ভোলা থেকে আসা বরিশালগামী যাত্রীবাহী দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটের যাত্রী ডাঃ গোলাম সরোয়ার, তার ভাগ্নে খোকন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম বিভাগের চিকিৎসক প্রদীপ কুমারসহ অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডাঃ গোলাম সরোয়ারের স্ত্রী নাশপতি বেগম ও তার মেয়ে সাহিরা নিখোঁজ হন। রাত ১১টার দিকে নাশপতি বেগমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
×