ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে কারাগারে আটক বিএনপির নেতার মৃত্যু

প্রকাশিত: ০৩:৫২, ২৫ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে কারাগারে আটক বিএনপির নেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ ডিসেম্বর ॥ নাশকতার মামলায় কারাগারে আটক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধান (৬৮) অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন। শনিবার ভোর ৪টায় বুকে ব্যথা অনুভব হলে কারারক্ষীরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন। জেলা কারাগারের জেলার আসাদুজ্জামান বলেন, গত ৩ নবেম্বর থেকে আলী হোসেন প্রধান কারাগারে বন্দী ছিলেন। সেই থেকে তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার ভোরে বুকে ব্যথার কথা জানালে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধানের বিরুদ্ধে নাশকতা ও হরতালসহ সাতটি মামলা ছিল। গত ৩ নবেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে থেকে কারাগারে বন্দী ছিলেন। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির দ-প্রাপ্ত এক বন্দী শনিবার মারা গেছে। তার নাম মোঃ ওমর আলী (৬২)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ কারাগারে বন্দি ফাঁসির দ-প্রাপ্ত আসামি ওমর আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
×