ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

দাউদকান্দিতে মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ০৩:৫২, ২৫ ডিসেম্বর ২০১৬

দাউদকান্দিতে মা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৪ ডিসেম্বর ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর নাথবাড়ির সামনে রাস্তা পারাপারের সময় দুই নারী এক শিশুকে নিয়ে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলোÑ দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮) তার ছেলে জুনায়েদ (৩) এবং তার বড় বোন ও রায়পুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার (৩৫)। নিহতরা দাউদকান্দির রায়পুরে বেড়াতে গিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। মুন্সীগঞ্জে দুই স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে শনিবার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শনিবার দুপুর সোয়া ২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার জানান, আরাম পরিবহন ও গোধূলি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জে দুই নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ গোড়াঘাট-দিনাজপুর সড়কে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় শনিবার একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে কারযাত্রী আব্দুর রহমান (৩৬) ও আহসান হাবীব (৩৫) নিহত এবং অপর দু’জন আহত হয়। নিহত আব্দুর রহমান সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আজিজার রহমানের এবং আহসান হাবীব দিনাজপুরের বিরামপুর ইউনিয়নের শিমুলতলি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। ঢাকা থেকে দিনাজপুরগামী ওই কারটি ইক্ষু খামার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারায়। আহত রুহুল আমিন কবির (২৭) ও জুয়েল মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে শিশু স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, কোতোয়ালি থানার সামনে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম কামরুন নাহার (৮)। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। জানা গেছে, বেলা ১১টার দিকে লালদীঘির মোড় থেকে আসা ৬নং রুটের দ্রুতগামী একটি বাস শিশু কামরুন নাহারকে চাপা দেয়। এ সময় শিশুটি টেম্পো থেকে নেমে তার মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকু-ে অটোরিক্সা যাত্রী নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে বাংলাদেশ সেনাবাহিনীর (বিএমএ) মাটিবোঝাই ড্রাম ট্রাকচাপায় মোঃ ইসরাফিল (৩৫) নামে এক অটোরিক্সা যাত্রী (ফেরিওয়ালা) নিহত হয়েছে। নিহত ইসরাফিল গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার মূছনা গ্রামের মোঃ হান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি অটোরিক্সা ও ট্রাম ট্রাকে থাকা আরও ৪ জন। শনিবার সকালে উপজেলার ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড বিএমএ প্রধান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ভাটিয়ারী-হাটহাজারী বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত লিংক রোডে গত এক মাস ধরে সেনাবাহিনী পাহাড়ি মাটি কেটে ড্রাম ট্রাকে বাইরে বিক্রি করে আসছিল। শনিবার সকালে ট্রাকটি মাটিবোঝাই করে পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় সামনে থাকা অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফেরিওয়ালা ইসরাফিল নিহত হয় এবং ইসরাফিলের সঙ্গে থাকা (শালা) সিরাজুল ইসলামসহ অজ্ঞাত ৪ জন গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চাঁদপুরে নারী নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে অটোবাইক থেকে ছিটকে পড়ে আলুবোঝাই ট্রাকের নিচে পড়ে হালেমা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে আব্দুল করিম পাটওয়ারী সড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হালেমা সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের প্রসন্ডপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, সকালে ওই নারী নিজ বাড়ি থেকে সদর উপজেলার তরপুরন্ডী গ্রামের ছেলের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার সময় দ্রুতগামী অটোবাইকের ঝাঁকুনিতে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থালেই তার মৃত্যু হয়। রাজশাহীতে পথচারী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বালুবাহী ট্রাকের চাপায় পথচারী এক ব্যক্তির নিহত হয়েছে। নিহতের নাম জনাব আলী (৫৫)। তিনি জেলার বাগমারার উপজেলার হাট মাদনগর এলাকার মৃত জবির আলীর ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আমচত্বর এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে জনাব আলী ইসলামী ব্যাংক হাসপাতালের দিকে আসছিলেন। এ সময় একটি বালুভর্তি বেপরোয়া ট্রাক জনাব আলীকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে যান। এতে তার দুই পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×