ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫২, ২৫ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

ডায়াবেটিক সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ ডিসেম্বর ॥ গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনে গোবিন্দলাল দাস সভাপতি ও এ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ২০ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যরা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, সহ-সভাপতি জিল্লুর রহমান, কামরুল আলম চিনু, এম আব্দুস সালাম ও মোস্তাফিজুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবু জাফর সাবু ও কাজী মকবুল হোসেন মুকুল, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান এবং কার্যকরী সদস্য পদে আমিনুল ইসলাম গোলাপ, ফজলুল করিম, আব্দুর রহিম সরকার, আব্দুল লতিফ হক্কানী, প্রতাপ ঘোষ, রাসেল আহমেদ লিটন, আবেদুর রহমান স্বপন, শামিউল ইসলাম পিপলু, নুরুজ্জামান সরকার ও শাহিদুর রহমান বাবলু। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর কাউন্সিলর কামাল আহমেদ, এ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম, আবু জাফর সাবু, জিল্লুর রহমান প্রমুখ। দুধকুমার শাসনের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীর বামনডাঙ্গায় দুধকুমার নদ শাসনের দাবিতে মানববন্ধন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার সকালে নদের তীরঘেঁষে আনছারহাট থেকে মুড়িয়াহাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ অংশ নেয়। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে বিশেষ মোনাজাত করা হয়। গত কয়েক বছরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯টির মধ্যে ৭টি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আনছারহাট, মুড়িয়াহাট বাজারসহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙ্গে গেছে। হুমকির মুখে আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওয়াপদা বাজার, কয়েকটি মসজিদ, ফসলি জমি ঘরবাসীসহ গাছপালা। বর্তমানে ভাঙ্গন কম থাকলেও বৃষ্টি শুরু হলেই ভাঙ্গনের তীব্রতা বেড়ে যায়। ভাঙ্গন শুরু হলে নদতীরবর্তী মানুষগুলোর মাথা গোজার ঠাঁই থাকবে না। তাই দুধকুমারের তীররক্ষা বাঁধের দাবিতে এ মানববন্ধন করে তারা। এখানে বক্তব্য রাখেনÑ নদীভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটি বামনডাঙ্গার সভাপতি আতিক হাসান রাজা, মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল হাই, ভুরুঙ্গামারী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার জাহের আলী, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাজাদ হোসেন প্রমুখ। তিন দোকানে চুরি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ ডিসেম্বর ॥ মাহমুদুল হাসান কলেজ মার্কেটের দুটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দোকান তিনটি হলোÑ উৎপল বিশ্বাসের স্বর্ণশ্রী জুয়েলার্স, সুদেব কর্মকার ও আশীষ বিশ্বাসের অঙ্গশ্রী জুয়েলার্স, সমরেশ পালের প্রীতম বস্ত্রালয়। জানা যায়, শুক্রবার রাতের কোন এক সময় প্রীতম বস্ত্রালয়ের তালা ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে চোরেরা। তারপর ওই দোকানের ভেতর থেকে দেয়াল কেটে পার্শ্ববর্তী স্বর্ণশ্রী জুয়েলার্সে প্রবেশ করে। সেখানে সব লুটপাটের পর অঙ্গশ্রী জুয়লার্সে প্রবেশ করে। তারা তিনটি দোকানের প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কার ও মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। রাবিতে বিক্ষোভ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাধায় নিয়োগ পরীক্ষা বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের ফটক অবরুদ্ধ করে শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেনÑ রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মন রহমান, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিটন দাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বহিরাগতদের তা-ব কোনভাবেই মেনে নেয়া যায় না। নিয়োগ পরীক্ষা বন্ধের সময় বিভিন্ন ফটকে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের লাঞ্ছিত করা হলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এই ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত অবস্থান নিলে হলে এমন ঘটনা ঘটত না। মাগুরায় মুক্তিযোদ্ধাকে হাতুড়িপেটা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৪ ডিসেম্বর ॥ শ্রীপুরের তখলপুর গ্রামে মিয়া মশিউর রহমান (৬৮) নামে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ও মুক্তিযোদ্ধাকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। তাকে শুক্রবার রাতে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রাণনাশের হুমকি দেয়ায় তিনি ভয়ে মামলা করতে পারছেন না। জানা যায়, জমিজমা সংক্রান্ত কারণে এই হামলার ঘটনা ঘটেছে। তিনি শ্রীপুরের তখলপুর গ্রামের বাড়ি থেকে মাগুরায় আসার পথে তার ওপর হামলা চালিয়ে হাতুড়িপেটা করে আহত করে। তাকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রী হত্যাকারীর ফাঁসি দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলার রায়েন্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মৌমিতা আক্তার মায়া (৯) হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ রাশিদ আকন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুল হক, সমাজসেবক এম ওয়াদুদ আকন, আবুল হেসেন নান্টু। বক্তারা নরপশু আলামীনকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। অবরোধ সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৪ ডিসেম্বর ॥ ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার নাম হত্যা মামলা থেকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলা পৌর ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ করে সমাবেশ কর্মসূচী পালন করে। প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলা, তাহেরুল ইসলাম তোতা, সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদ।
×