ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক-ছাত্রদের মারধর ॥ দেয়াল ভাংচুর

প্রকাশিত: ০৩:৫১, ২৫ ডিসেম্বর ২০১৬

শিক্ষক-ছাত্রদের  মারধর ॥ দেয়াল ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৪ ডিসেম্বর ॥ বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামে আহলে বাইতে রসুল (স) আদর্শ অলিনুর এতিমখানা ও হেফজখানার শিক্ষক ও ছাত্রদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা মাদ্রাসার নবনির্মিত পাকা ভবনেও ভাংচুর চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বৈলগাঁও গ্রামে হযরত ঝিনজী ফকির শাহ (র) মাজারের খাদেম নাগু মিয়া গং ও মাদ্রাসার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। তাছাড়া একই স্থানে মাজার, এতিমখানা ও হেফজখানা থাকায় নাগু গংদের মধ্যে আদিপত্য বিস্তার নিয়েও দ্বন্দ্ব রয়েছে বলে স্থানীয়রা জানান। এর জের ধরে শনিবার দুপুরে নাগু গং তার দলবল নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক, ছাত্রদের এলোপাতাড়ি মারধর শুরু করে। তাছাড়া মাদ্রাসার নবনির্মিত নতুন ভাবনের ওয়াল ভেঙ্গে দেয় তারা।
×