ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে দল নির্বাচনের আগেই হেরে যায় তাদের ক্ষমতায় আসা মুশকিল ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫১, ২৫ ডিসেম্বর ২০১৬

যে দল নির্বাচনের  আগেই হেরে যায় তাদের ক্ষমতায় আসা মুশকিল ॥ এলজিআরডিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ ডিসেম্বর ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের ফলের যে হালহকিকত দেখা যাচ্ছে, তাতে আগামীতে আরও দুই টার্ম ক্ষমতায় থাকার প্রয়োজন শেখ হাসিনার সরকারের। ফরিদপুরে ‘নারী উন্নয়ন ফোরাম’-এর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করে খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনের সময় বিএনপি সারামাঠ চষে বেড়িয়েছে। অথচ আমরা পথে নামিনি। তারপরও জিততে পারেনি বিএনপি। ৮০ হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়ে আজ মিন মিন গলায় কারচুপির অভিযোগ তুলছে বিএনপি। ‘যে দল নির্বাচনের আগেই হেরে যায় সে দলের পক্ষে আগামীতে ক্ষমতায় আসা মুশকিল’ মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুরের ২৯টি উপজেলা ও পাঁচটি জেলা কমিটির নারী ফোরামের সদস্যদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ সরকার, ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুর কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পাংশা উপজেলা নারী ফোরামের সভাপতি শাহেদা আহমেদ।
×