ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমতলীতে ভবন নির্মাণ করায় স্লুইসগেট হুমকিতে

প্রকাশিত: ০৩:৫১, ২৫ ডিসেম্বর ২০১৬

আমতলীতে ভবন নির্মাণ করায় স্লুইসগেট হুমকিতে

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ ডিসেম্বর ॥ বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্মিত দু’ব্যান্ডের সøুুইসগেটের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছে প্রভাবশারীরা। এতে হুমকির মুখে রয়েছে সøুইসগেট। যে কোন সময় সøুুইসগেট ধসে যেতে পারে বলে জানান স্থানীয়রা। জানা গেছে, চাউলা বাজারের ৪৩/১এ নং পোল্ডারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পানি উন্নয়ন বোর্ড ১৯৮৪ সালে দু’ব্যান্ডের সøুুইসগেট নির্মাণ করে। ওই সøুুইসগেট দিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পানি নিষ্কাশন হয়। স্থানীয় আজগর আলী, সেকান্দার মাস্টার, হানিফ প্যাদা, ছালাম মৃধা ও নশা তালুকদার সøুুইসগেটসংলগ্ন জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, সøুুইসগেটের পিলার ঘেঁষে যেভাবে তারা পাকা ভবন নির্মাণ করেছেন তাতে যে কোন সময় গেট ধসে যেতে পারে। আজগর আলী সøুুইসগেটসংলগ্ন ভবন নির্মাণের কথা স্বীকার করে বলেন, এতে সøুইসগেটের কোন ক্ষতি হবে না। চাউলা বাজারের সকল জমি পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত। অধিগ্রহণের পূর্বে এ জমির অধিকাংশ আমার ছিল। পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ করায় আমি ক্ষতিগ্রস্ত। তাই ভবন নির্মাণ করে ব্যবসা করছি। তিনি আরও বলেন, এ বাজারে অর্ধশতাধিক পাকা ও আধাপাকা ঘর রয়েছে। এ ঘর নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কোন অনুমতি আছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন অনুমতি নেই। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবদুল মান্নান বলেন সøুুইসগেটসংলগ্ন জমি দখল করে পাকা ভবন নির্মাণ করায় সøুুইসগেট রক্ষণাবেক্ষণে অসুবিধা হচ্ছে। তিনি বলেন, জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার খবর পেয়ে কাজ বন্ধের নোটিস দিয়েছিলাম। কিন্তু তারা নোটিসের তোয়াক্কা না করে পাকা ভবন নির্মাণ করেছেন।
×