ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় শ্রমিক-মৎস্যজীবী সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৩:৫০, ২৫ ডিসেম্বর ২০১৬

ভোলায় শ্রমিক-মৎস্যজীবী সংঘর্ষে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ ডিসেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলায় কার্গো শ্রমিকদের হামলায় লাল মিয়া (৪২) নামের এক জেলে নিহতসহ পাঁচ জেলে আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর শাখা খালে জাল সরানোর ঘটনাকে কেন্দ্র করে কার্গো শ্রমিক ও জেলেদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা ও বোরহানউদ্দিন থানার এসআই রাসেল জানান, সকালে শান্তিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীসংলগ্ন ওই খালে জাল পাতে জেলেরা। ওই সময় ভোলা থেকে আসা সিমেন্টবাহী কার্গো জাহাজ এমভি আল হিজরতের শ্রমিকসহ স্থানীয়রা জেলেদের জাল সরাতে বলে। জাল সরাতে দেরি হওয়ায় কার্গো শ্রমিক আকতার মিস্ত্রিসহ অন্যরা জেলেদের গালিগালাজ করতে থাকে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে কার্গো শ্রমিকরা জেলেদের ওপর হামলা করে। কার্গো শ্রমিকদের পিটুনিতে ঘটনাস্থলেই লাল মিয়া নিহত হন। এছাড়া আহত হন রিয়াজ, রাসেল, কামাল, শাহীন ও তাইজুল। নিহত লাল মিয়া বোরহানউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সোনা মিয়ার ছেলে। অপরদিকে লাল মিয়া নিহত হওয়ার পর কার্গো শ্রমিকরা গা-ঢাকা দেয়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ কার্গোটি আটক করে ও লাল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×