ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলগ্রহে চামচ!

প্রকাশিত: ০৩:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৬

মঙ্গলগ্রহে চামচ!

নাসার প্রকাশিত মঙ্গলের ছবি বিশ্লেষণ করে একদল গবেষক দাবি করেছেন, তারা মঙ্গলগ্রহে একটি চামচের সন্ধান পেয়েছেন। তাদের ধারণা, কোন এক সময় এই লাল গ্রহে সভ্যতা ছিল। শনাক্ত করা চামচটি বিলুপ্ত সেই সভ্যতার মানুষদের। এর আগেও মঙ্গলগ্রহের ছবিতে একটি চামচ পাওয়ার দাবি করেন গবেষকরা। আগেরটির সঙ্গে দ্বিতীয় চামচটির হুবহু মিল রয়েছে। এটিকে চামচ বলা হলেও মূলত তিন কোণাকৃতির বস্তু এটি। খাবার গ্রহণের সময় এটি ব্যবহার করতেন মঙ্গলের বিলুপ্ত সভ্যতার মানুষ। -ইউএফও হান্টার
×