ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলেপ্পোতে বিদ্রোহীদের ফের গোলাবর্ষণ, জবাবে বিমান হামলা

প্রকাশিত: ০৩:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৬

আলেপ্পোতে বিদ্রোহীদের ফের গোলাবর্ষণ, জবাবে বিমান হামলা

সিরিয়ার আলেপ্পো শহর থেকে শেষ বিদ্রোহী দলটি চলে যাওয়ার একদিন পর শহরটি লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে বিদ্রোহীরা। শুক্রবারের এ ঘটনার পর শহরের আশপাশের বিদ্রোহী অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে সরকারী বাহিনী। খবর ইয়াহু নিউজের। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষকগোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল হামদানিয়া এলাকায় বিদ্রোহীদের ছোড়া ১০টি গোলা পড়েছে। এতে দুটি শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন অন্তত তিনজন মারা গেছে বলে জানিয়েছে। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকারনিয়ন্ত্রিত আলেপ্পোর অংশগুলোতে নিয়মিত গোলাবর্ষণ করে এসেছে বিদ্রোহীরা। চলতি মাসে আলেপ্পোর লড়াইয়ে পরাজিত হওয়ার আগ পর্যন্ত গোলাবর্ষণ চালিয়ে গেছে তারা।
×