ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীর কলম্বো লেবু এখন বিদেশে রফতানী হচ্ছে

প্রকাশিত: ২৩:৩৫, ২৪ ডিসেম্বর ২০১৬

নরসিংদীর কলম্বো লেবু এখন বিদেশে রফতানী হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ নরসিংদীর কলম্বো লেবু এখন দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রফতানী হচ্ছে। অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা । নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী,বেলাব ও রায়পুরা উপজেলায় ৩শ ২০ হেক্টর জমিতে কলম্বো লেবুর বাগান করা হয়েছে। এসব বাগানের উৎপাদিত লেবু দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ ও এশিয়ার ২০ দেশে রফতানী হচ্ছে । রাজধানীর মেসার্স দ্বীপ এন্টারপ্রাইজ, মেসার্স সোনারগাঁও এন্টারপ্রাইজ , ফারদীন এন্টারপ্রাইজ ও বাংলাদেশ এগ্রোফুড প্রোডাক্টস এজেন্ট হিসেবে নরসিংদীর উৎপাদিত কলম্বো লেবু বিভিন্ন দেশে রফতানী করে থাকেন ।
×