ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিস্ফোরণ ঘটানো সেই নারী ‘জঙ্গি’র মৃত্যু

প্রকাশিত: ২২:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৬

বিস্ফোরণ ঘটানো সেই নারী ‘জঙ্গি’র মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখান অশকোনায় জঙ্গি আস্তানার ভেতরে ‘সুইসাইডাল ভেস্ট’ ফাটানো সেই নারী জঙ্গি মারা গেছেন। এই নারী জঙ্গি সুমনের স্ত্রী বলে জানা গেছে। ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের একথা জানান। শনিবার ভোরে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে সেখান থেকে চার জঙ্গি সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ডিএমপি কমিশনার জানান, অভিযান চলাকালে চার জঙ্গি সদস্য সকালে আত্মসমর্পণ করেছে। এরপর ওই ভবনে নারীসহ তিন জঙ্গি অবস্থান করছিল। দুপুরে এক নারী সাত থেকে আট বছর বয়সী এক শিশুকে নিয়ে বেরিয়ে আসার সময় গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বিস্ফোরণের পর ওই নারী আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে শুয়ে পড়ে। সেখান থেকে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। এর আগে দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম জানান, পুলিশের অভিযান চলাকালে ভেতরে থাকা তিন জঙ্গিকে আত্মমর্পণের জন্য বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। ভেতর থেকে বেরিয়ে আসার সময় এক নারী জঙ্গি বিস্ফোরণ ঘটিয়েছে। মনিরুল ইসলাম বলেন, দুপর সাড়ে ১২টার দিকে বিস্ফোরণে আহ ওই নারীর এক সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেতরে আরও এক জঙ্গি অবস্থান করছে। অভিযান চলছে। পুলিশ জানায়, বোরখা পরা ওই নারী ঘর থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দুই হাত উপরে তুলতে বললে সঙ্গে সঙ্গে তিনি শরীরে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ‘সূর্য ভিলা’ নামের বাড়িটি ঘিরে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
×