ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে পাঁচ বধ্যভূমি চোখের আড়ালে

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ ডিসেম্বর ২০১৬

মাদারীপুরে পাঁচ বধ্যভূমি চোখের আড়ালে

সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মাদারীপুরের ১৫ বধ্যভূমি। স্বাধীনতা অর্জনের ৪৫ বছর পেরিয়ে গেলেও শহীদের স্মৃতি সংরক্ষণে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ২০১৩ সালে সরকারীভাবে ১০ বধ্যভূমি উন্নয়ন ও সংরক্ষণের জন্য কর্মসূচীর অন্তর্ভুক্ত হলেও তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। এদিকে ১৫ বধ্যভূমির মধ্যে ১০ বধ্যভূমি উন্নয়ন ও সংরক্ষণ কর্মসূচীর অন্তর্ভুক্ত হওয়ায় পাঁচ বধ্যভূমি থেকে যায় চোখের আড়ালে। মুক্তিযুদ্ধের এসব স্মৃতি সংরক্ষিত না হলে হয়ত একদিন তা হারিয়ে যাবে। বর্তমানে বধ্যভূমিগুলোর কোনটি গোচারণ ভূমি, কোনটি বাঁশঝাড়, জলাশয়, ডোবা-নালা, ফসলী জমি, মরিচ ক্ষেত, কোনটির বুকে গড়ে উঠেছে বহুতল ভবন। ২০১৪-১৫ অর্থবছরে গণপূর্ত বিভাগ বধ্যভূমিগুলো উন্নয়ন ও সংরক্ষণের জন্য সমীক্ষা করে তা ঢাকায় পাঠায়। যে সকল বধ্যভূমির নাম উল্লেখ করা হয়েছে তাতেও রয়েছে স্থান নির্বাচনে ব্যাপক ভুল-ভ্রান্তি। আবার যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে; আজও তাদের শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। মাদারীপুর সদর উপজেলায় সাত এবং রাজৈর উপজেলায় আট বধ্যভূমি রয়েছে। এর মধ্যে সদর উপজেলার কুকরাইল মৌজার এআর হাওলাদার জুট মিলের অভ্যন্তরে বৃহৎ বধ্যভূমি। বর্তমানে এই বধ্যভূমিটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। মিলের ডি-টাইপ বিল্ডিংয়ের টর্চার সেলে অসংখ্য নারীকে মাসের পর মাস আটকে রেখে নির্যাতনের পর হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে এখানে। অনুসন্ধান করে যেসব বধ্যভূমির খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া সুষেন হালদারের বাড়ির পুকুর পাড়। রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের কেষ্ট বৈদ্যের বাড়ির পুকুর পাড়। আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের রাসু গাটিয়ার বাড়ির পুকুর পাড়। কদমবাড়ি ইউনিয়নের গণেশ পাগলের সেবা আশ্রমের পূর্ব পাশে (যেখানে মেলা অনুষ্ঠিত হয়), সেই পুকুর পাড়। খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামের আলেক ফকিরের বাঁশঝাড় (বুড়ির ভিটা) সংলগ্ন তিন খালের সংযোগ স্থান। সেনদিয়া এলাকার সিদ্দিক মাতুব্বরের বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ। শচীন বারিকদারের বাড়ির দক্ষিণ পাশে খালের পাড় । ডা. রাসু বারিকদারের বাড়ির পাশে বাগানের ভেতরের খালপাড় ছাতিয়ানবাড়ি গ্রামের পূর্ণ চন্দ্র বৈদ্যের বাড়ির উত্তর পাড়। -সুবল বিশ্বাস, মাদারীপুর থেকে
×