ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গার লাল ব্রিজ

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ ডিসেম্বর ২০১৬

চুয়াডাঙ্গার লাল ব্রিজ

ডিসেম্বর এলেই মনে পড়ে ’৭১-এর বিভীষিকাময় দিনগুলোর কথা। সে সময় আলমডাঙ্গা শহরে রেলের লাল ব্রিজের ওপর ট্রেন থেকে নামিয়ে মুক্তিকামী মানুষকে ধর্ষণ-নির্যাতন শেষে হত্যা করছে পাক বাহিনী। লাল ব্রিজের অদূরে বধ্যভূমি এ জনপদে স্বাধীনতার নীরব সাক্ষী। বর্বর নরপশু পাকবাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ধর্ষণ-নির্যাতন ও বেপরোয়া গণহত্যা করে। এ জনপদে বর্বর হত্যার জন্য বেছে নেয় লাল ব্রিজের বধ্যভূমি। এ বধ্যভূমিতে নারী-পুরুষসহ স্বাধীনতাকামী মানুষকে ধরে এনে নির্বিচারে হত্যার আগে তাদের দিয়েই গর্ত খুঁড়িয়ে নিত। পরে তাদের হত্যা করে ওই গর্তে মাটিচাপা দেয়া হতো। আবার কাউকে কাউকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যা করেছে তারা। এই বধ্যভূমিতে এসে আত্মীয়স্বজনদের আজও খুঁজে ফেরে মানুষ। কেউ কেউ গুমরে কেঁদে ওঠে। আবার কেউ নীরবে চোখের পানি ফেলে ফিরে যায় আপন ঠিকানায়। -রাজীব হাসান কচি চুয়াডাঙ্গা থেকে
×