ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলি এবার অস্ট্রেলিয়ানদের বর্ষসেরা অধিনায়ক

প্রকাশিত: ০৬:৩১, ২৪ ডিসেম্বর ২০১৬

কোহলি এবার অস্ট্রেলিয়ানদের বর্ষসেরা অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি’কক, সবাই মৌসুমজুড়ে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন। দুর্দান্ত উইলোবাজিতে এরাই বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়েছেন। এরপরও নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সর্বশেষ বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্বে অনেকেই কোহলিকে সহজভাবে নিতে পারেননি; কারণ তিনি ওয়ানডে নয়, ভারতের টেস্ট অধিনায়ক! এবার সুপার এই উইলোবাজকে বর্ষসেরা টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিল ক্রিকেটের কুলীন দেশ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ ঘোষিত দলে ইংল্যান্ডের সর্বোচ্চ তিন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দু’জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কা ও পাকিস্তানের একজন করে। তিন ভার্সনেই বর্তমানে স্মিথ অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। অথচ কোহলির নেতৃত্বে আগের দিন আইসিসি ঘোষিত ওয়ানডের সেরা একাদশেই জায়গা হয়নি স্মিথের! রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একাদশে টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবেই জায়গা পেয়েছেন স্মিথ। বর্তমানে কোহলি কেবল ভারত টেস্ট দলকেই নেতৃত্ব দিচ্ছেন, ওয়ানডে ও টি২০র দায়িত্বে যথারীতি মহেন্দ্র সিং ধোনি। এ্যালিস্টার কুক, স্মিথ, কোহলি, ধোনিÑ কে কোন ভার্সনে যোগ্য অধিনায়ক, সেটি ব্যাখ্যার বিষয়। তবে একটি বিষয়ে অনেকেই একমত, কোহলিই সময়ের সেরা ব্যাটসম্যান। পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। এ বছর ক্রিকেটের তিন সংস্করণের সবকটিতেই ৭৫Ñএর ওপরে গড়। সব ধরনের ক্রিকেট মিলে করেছেন আড়াই হাজারের ওপরে রান! টেস্ট, ওয়ানডে কিংবা টি২০, তিন ভার্সনে বরাবরাই বিধ্বংসী ব্যাটসম্যানের নাম কোহলি। বিদায়ের পথে থাকা ২০১৬ সালে ওয়ানডেতে ১০ ইনিংসে ৯২.৩৭ গড়ে তার মোট রান ৭৩৯। সর্বোচ্চ অপরাজিত ১৫৪সহ সেঞ্চুরি ৩টি। টি২০তে ১৩ ইনিংসে ৬৪১ রান। গড় ১০৬.৮৩! ২০০৮ সালে ওয়ানডে দিয়ে অভিষেক, ২০১১Ñএ আভিজাত্যের টেস্টে পা রাখেন। নিন্দুকেদের অভিযোগ, রঙিন পোশাকের তুলনায় টেস্টে অতটা ভাল নন তিনি। সম্প্রতি সেখানেও নিজেকে মেলে ধরেছেন। চলতি বছর ১৮ ইনিংসে ৭৫.১৩ গড়ে করেছেন ১২৫ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ২৩৫ রানের ইনংসসহ হাঁকিয়েছেন মোট তিনটি ডাবল সেঞ্চুরি! ২০১৬ সালে তিন ভার্সন মিলিয়ে তার মোট রান ২৫৯৫। রিয়েল রান মেশিন বলতে যা বোঝায়। পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে তুলে এনেছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। গত বছর দায়িত্ব পাওয়ার পর জিতেছেন টানা পঁচটি সিরিজ। তার অধীনে রেকর্ড ১৮ ম্যাচে অপরাজিত ভারত। নেতৃত্বে-ব্যাটিংয়ে এক কথায় উড়ছেন। ওড়াচ্ছেন দেশকেও। প্রশংসার কোন বাক্যই তার জন্য যথেষ্ট নয়। ভারতীয়রা যে তার মাঝে গ্রেট শচীন টেন্ডুলকরের ছায়া খোঁজেন, সেটিই নিশ্চয়ই অমূলক নয়। কোহলি তো সেদিকেই এগোচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা টেস্ট একাদশ ॥ বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), আজহার আলী (পাকিস্তান), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) বেন স্টোকস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি’ কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
×