ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কের পাশে ভাগাড় ॥ ছড়াচ্ছে দুর্গন্ধ, তীব্র যানজট

প্রকাশিত: ০৬:২০, ২৪ ডিসেম্বর ২০১৬

মহাসড়কের পাশে ভাগাড় ॥  ছড়াচ্ছে দুর্গন্ধ, তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৩ ডিসেম্বর ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া লিংক রোড এলাকায় মহাসড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলে সড়ককে ভাগাড়ে পরিণত করা হয়েছে। এতে একদিকে সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে দুর্গন্ধে ওই স্থানে অবস্থান করাও দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। এদিকে দুর্গন্ধ ও মসা মাছির উপদ্রবে আশপাশের এলাকা ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। ফলে ভোগান্তিতে পড়ছে যানবাহন যাত্রী, যানবাহন শ্রমিক, পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কটি দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। দক্ষিণাঞ্চলের যাত্রীবাহীবাসসহ হাজারো যানবাহনে এসড়কে চলাচল করছে। কিন্তু এক শ্রেণীর লোকজন এ সড়কটিকে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং পয়েন্টে পরিণত করে ফেলেছে। অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে গৃহস্থালী ময়লা-আবর্জনা এনে ঢাকা-মাওয়া মহাসড়কের ওপর ফেলা হচ্ছে। এখানে ময়লা-আবর্জনার বিশাল স্তূপে পরিণত হয়েছে। ফলে যানবাহনের যাত্রী, চালক, হেলপার ও পথচারীরা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। পথচারীরা মহাসড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে পথচারীরা সড়ক দুর্ঘটনার শিকার হতে পারেন। তেঘরিয়া এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন জানায়, উক্ত স্থানে বিভিন্ন ইউনিয়ন থেকে ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে। আমরা বাধা দেয়া সত্ত্বেও কেউ মানছে না। স্থানীয় বাসিন্দা নুরুল আমীন জানান, বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা থেকে আরও বেশি দুর্গন্ধ ছড়ায়। এতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ইতোপূর্বে রাজেন্দ্রপুর এলাকায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৪ লেনের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। তারই প্রেক্ষিতে অতি অল্প সময়ে ঢাকা মাওয়া লিংক রোডের বর্জ্য আবর্জন পোড়ানো হচ্ছে। বাকি বর্জ্য আবর্জনা সড়ক ও জনপদ অল্প সময়ে সরিয়ে ফেলবে।
×