ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিনেতা উত্তমের পথচলা

প্রকাশিত: ০৬:১২, ২৪ ডিসেম্বর ২০১৬

অভিনেতা উত্তমের  পথচলা

স্টাফ রিপোর্টার ॥ উত্তম অধিকারী। এই সময়ের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা। অনেকেই তাকে বলেন হাসির জগতের তারা, যাকে দেখলেই মনে হয় হাসতে হবে। তবে শুধু কমেডি চরিত্রেই নয়, সব ধরণের চরিত্রের অভিনেতা হিসেবে নিজের মেধার প্রমাণ দিয়েছেন উত্তম। কারণ বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শুধু হাসান না, কাঁদানও বটে। উত্তম বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন। বিটিভির প্রযোজক মোঃ গিয়াস উদ্দিনের হাত ধরে অভিনয় জীবনের যাত্রা শুরু। এরপর কাজ করেছেন দেশের বরেণ্য পরিচালক সুভাষ দত্ত, আমজাদ হোসেন, সালাউদ্দিন লাভলু, সৈকত খন্দকার খোকন, এফ জামান তাপস, শামীম জামান, জাহাঙ্গীর আলম সুমন, মাসুদ চৌধুরীসহ অনেক গুণী পরিচালকের নাটকে। উত্তম অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে মাসুদ চৌধুরী পরিচালিত ‘সফদার ডাক্তার লেন’, এফ জামান তাপস পরিচালিত ‘নিউটনের তৃতীয় সূত্র’, সাহাদাৎ আলম ভুবনের পরিচালনায় ‘বিউটি কুইন’, কাসেম সিকদারের ‘মেকাপ সুন্দরী’, শ্রাবণ সুমন পরিচালিত ‘সুখপাখী’, ফিরোজ আহমেদের পরিচালনায় ‘রিফউজি গ্রাম’, হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’, তাজু কামরুলের ‘ব্রেকিং নিউজ’, ইভান মল্লিক পরিচালিত ‘ফিটিংবাজ’ প্রভৃতি। এছাড়া উত্তম অভিনীত প্রচার হওয়া উল্লেখযোগ্য নাটকের মধ্যে সালাউদ্দিন লাভলুর ‘আলতা সুন্দরী’, জামাল মল্লিকের ‘লোকাল হিরো’, ‘লোকাল সার্ভিস’, ‘এলাকার পোলাপান’, সিদ্দিকুর রহমানের ‘পিস্টন দাঁত’, সৈকত খন্দকার খোকনের ‘তুষার মামার গপ্প’ প্রভৃতি। অভিনয়ের পাশাপাশি ‘হঠাৎ ব্রেক’ নামে একটি স্ট্রিটশো উপস্থাপনা করেন উত্তম। এছাড়া আরও বেশ কয়েকটি নতুন নাটকের শূটিংয়ে ব্যস্ত রয়েছেন। প্রতিনিয়তই নতুন নতুন কাজের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেলেও নতুন নতুন চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। একজন শক্তিমান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেতে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন উত্তম। এজন্য সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা চান। উত্তম তার মেধা, যোগ্যতা এবং নিষ্ঠার মাধ্যমে পৌঁছে যাবেন তার অভীষ্ট লক্ষ্যে- এমনটাই প্রত্যাতা সকলের। তার জন্য শুভকামনা।
×