ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিকাগোয় ওবামার বিদায়ী ভাষণ

প্রকাশিত: ০৬:১০, ২৪ ডিসেম্বর ২০১৬

শিকাগোয় ওবামার বিদায়ী ভাষণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার প্রস্তুতির মধ্যেই বারাক ওবামা শিকাগোয় বিদায়ী ভাষণ দেয়ার পরিকল্পনা করছেন। মার্কিন সরকারী কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। গুরুত্বপূর্ণ এই বিদায়ী ভাষণে ওবামা শিকাগো শহর ও ইলিনয় অঙ্গরাজ্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবেন বলে আশা করা হচ্ছে। কেননা এখান থেকেই ওবামার রাজনীতিক হিসেবে যাত্রা শুরু হয়। রাজনৈতিক জীবনে প্রথমে এ রাজ্যের সিনেটর এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন তিনি। আর এরপর দুই দুইবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা। একে ওবামার বিদায়ী ভাষণ বলেও প্রচারণা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি ওবামা এই ভাষণ দেবেন বলে জানা গেছে। আর এর কয়েকদিন পর অর্থাৎ ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হবে। সরকারী সূত্রে আরও জানা গেছে, সিক্রেট সার্ভিসের কর্মীরা শিকাগোর জনসভার জন্য উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে জরিপ চালাচ্ছেন। -ইয়াহু নিউজ
×