ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম সোলার হাইওয়ে উদ্বোধন হলো ফ্রান্সে

প্রকাশিত: ০৬:১০, ২৪ ডিসেম্বর ২০১৬

বিশ্বের প্রথম সোলার হাইওয়ে উদ্বোধন হলো ফ্রান্সে

ফ্রান্সে বৃহস্পতিবার বিশ্বের প্রথম সোলার হাইওয়ে উদ্বোধন করা হয়েছে। হাইওয়েটি সৌর প্যানেল দিয়ে বাঁধানো যা দেশটির ছোট শহর নর্মানডির সড়কের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এ রাস্তার কোন সংস্কারের প্রয়োজন হবে না। খবর এএফপির। এক কিলোমিটার দীর্ঘ এই সৌর হাইওয়ে দুই হাজার ৮০০ মিটার (৩০ হাজার বর্গ ফুট) প্যানেল দিয়ে গঠিত। একে স্থানীয় বিদ্যুত উৎপাদন সংযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রী সেগোলিন রয়েল। এক বিবৃতিতে তিনি বলেন, সৌর শক্তির এই নতুন ব্যবহারে ইতোমধ্যে সড়ক অবকাঠামোর অনেক সুবিধা হয়েছে যার ফলে রিয়েল এস্টেটের কাছ থেকে নতুন করে আর বিদ্যুত নেয়ার প্রয়োজন পড়বে না। মন্ত্রী আরও বলেন, ওয়েস্টার্ন ব্রিটানি ও সাউদার্ন মার্শেইল্লির সঙ্গে চার বছর মেয়াদী সৌর মহাসড়কের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফ্রান্সের রোড কনস্ট্রাকশন কোম্পানি কোলাসের জিয়ান্ট বলেন, এই প্রকল্পের ফলে প্রতিদিন গড়ে দুই হাজার কার রাস্তায় চলাচল করতে পারবে। সৌর প্যানেলের মাধ্যমে রাস্তাটি মুড়ে দেয়া হয়েছে। আর এই প্যানেলগুলো তৈরি হয়েছে পলিক্রিস্টালিন সিলিকন ফিল্ম থেকে। পুরুত্ব ও অন্যান্য আস্তরণের ফলে রাস্তা স্থাপন হলেও এই প্যানেলগুলো পিচ্ছিল হয় না।
×