ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু অস্ত্রের শক্তি বাড়াতে চাই ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৬:১০, ২৪ ডিসেম্বর ২০১৬

পরমাণু অস্ত্রের শক্তি বাড়াতে চাই ॥  ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রহস্যঘেরা এক টুইটে বলেন, তিনি তার দেশের পরমাণু অস্ত্রের সামর্থ্য বাড়ানো সমর্থন করেন। আর এ সর্বশেষ সোশ্যাল মিডিয়া বার্তায় বিশেষজ্ঞরা হতবুদ্ধি হয়ে পড়েন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে উত্তেজনা চড়ে যায়। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ট্রাম্প যে মার্কিন পরমাণু অস্ত্র ভা-ারের এক দৃঢ় সমর্থক, তা টুইট থেকে স্পষ্ট হয়ে যায়। কিন্তু তিনি এ অস্ত্রভা-ারকে অত্যাধুনিক করতে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সূচিত এক কর্মসূচীকে বিরাটভাবে ত্বরান্বিত করতে চান কি-না, সে প্রশ্নের উত্তর অজানা থেকে যায়। পরে ট্রাম্পের একজন মুখপাত্র নবনির্বাচিত প্রেসিডেন্টের অবস্থান পুরোপুরি পরিষ্কার না করে টুইটের বিস্তারিত অর্থ প্রকাশ করতে চান। বৃহস্পতিবার দুপুরে ট্রাম্পের কর্মকর্তার টুইট এ্যাকাউন্ট থেকে বলা হয়, যে পর্যন্ত পরমাণু অস্ত্র সম্পর্কে বিশ্বের শুভবুুদ্ধির উদয় না হয়, সে পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর পরমাণু সামর্থ্য জোরদার ও সম্প্রসারণ করতে হবে। ওবামা দেশের পরমাণু অস্ত্রভা-ার আধুনিকায়ন ও উন্নত করতে ৩০ বছরে প্রায় এক লাখ কোটি ডলার ব্যয়সাপেক্ষ পরিকল্পনার কথা ২০১০ সালে ঘোষণা করেছিলেন। এটি ছিল অস্ত্র নিয়ন্ত্রণ করতে চেয়ে ক্ষমতায় আসা এক প্রেসিডেন্টের জন্য মত পরিবর্তনের ঘটনা। ওবামা রাশিয়ার সঙ্গে সই করা তার নয়া স্টার্ট অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কংগ্রেসে পাস করানোর চেষ্টায় এ প্রতিশ্রুতি দেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট এক নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে চান, যা তিনি ইতোমধ্যে চলমান প্রচেষ্টার সঙ্গে একমত হন মাত্র, তা নিয়ে তার টুইট কিছুটা সন্দেহ রেখে যায়। এর একদিন আগে ট্রাম্প লে. জে. জ্যাক উইনস্টেইনসহ পেন্টাগনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে মিলিত হন। উইনস্টেইন ইউএস এয়ার ফোর্স ডেপুটি চীফ অব স্টাফ ফর স্ট্র্যাটেজিক ডিটারেন্স এ্যান্ড নিউক্লিয়ার ইন্টেগ্রেশন। ১৯৮০-এর দশকের পর আধুনিক করা হয়নি এমন কোন মার্কিন পরমাণু অস্ত্র কর্মসূচীর পরিকল্পিত আধুনিকায়নের দিকে দৃষ্টি রাখার ওপর তিনি নিয়মিত গুরুত্ব দিয়ে যান। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বোর্ডের এক বৈঠকে তার দেশের প্রতি পরমাণু যুদ্ধ সামর্থ্য জোরদার করার আহ্বান জানান। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানায়।
×