ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার পরিকল্পনা

প্রকাশিত: ০৬:০৯, ২৪ ডিসেম্বর ২০১৬

জার্মানিতে বড়দিনের উৎসবে  হামলার পরিকল্পনা

বার্লিনে লরি হামলার পর কড়াকড়ির মধ্যেই বড়দিনের উৎসবে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন দুই ভাইকে আটক করেছে জার্মান পুলিশ। কসোভোয় জন্ম নেয়া দুই ভাই নেদারল্যান্ডস সীমান্তলাগোয়া জার্মান শহর ওবেরহসেনে একটি শপিংমলে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের সন্দেহ। ৩১ ও ২৮ বছর বয়সী দুজনের নাম প্রকাশ করা হয়নি। শুক্রবার সকালে ডুইসবুর্গ শহর থেকে পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে, এ দুই ভাইয়ের সঙ্গে গত সপ্তাহে ক্রিসমাস মার্কেটে সন্ত্রাসী হামলার কোন যোগসাজশ নেই। গেল সোমবারের ওই হামলায় ১২ জন নিহত এবং ৪৯ জন আহতের পর থেকে জার্মানিজুড়ে সর্বোচ্চ সতর্কতা চলছে। বার্লিনের হামলাকারী সন্দেহে তিউনিসিয়ান আনিস আমরিকে ধরতে ইউরোপজুড়ে চলছে তল্লাশি। লরির ভেতরে আমরির আঙ্গলের ছাপ পাওয়ার কথা নিশ্চিত করেছে জার্মান পুলিশ। আমরিকে ধরিয়ে দিতে তিউনিসিয়ায় তার পরিবারের কাছেও অনুরোধ করেছে জার্মান সরকার। এর প্রেক্ষিতে আমরির পরিবারও তাদের ছেলেকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। তিউনিসিয়ায় থাকা আমরির ভাই আবদেল কাদের বলেন, ‘আমার ভাই যদি শুনে থাকে, পরিবারের স্বার্থেই তাকে আত্মসমর্পণ করতে বলব। আমরা সবাই তাতে স্বস্তি পাব।’ তিনি বলেন, ‘যে কাজের জন্য তাকে সন্দেহ করা হচ্ছে, সত্যিই যদি তা করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদিও আমার ধারণা সে নিরপরাধ।’ ‘আমি জানি কেন সে বাড়ি ছেড়েছিল, ছেড়েছিল অর্থনৈতিক সঙ্কটে। কাজ করতে বাড়ি ছেড়েছিল সে পরিবারকে সাহায্য করার আশা নিয়ে। সে সন্ত্রাসী হতে বাড়ি ছাড়েনি’Ñ বলেন আবদেলকাদের। যেখানে হামলার জন্য আমরিকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে, বার্লিনের প্রাণকেন্দ্র ব্রাইটশেইডপ্লাৎজের সেই ক্রিসমাস মার্কেট বৃহস্পতিবার আবার খুলে দেয়া হয়েছে। বিবিসি লিখেছে, আবার খোলা হলেও উৎসবের সেই প্রাণ আর বাজারে নেই। বাজারের চারপাশে নিভু নিভু করে জ্বলছে আলো, গান বাজানোও বন্ধ। ফুলেল শ্রদ্ধা আর মোম জ্বালিয়ে স্মরণ করা হচ্ছে নিহতদের, যাদের মধ্যে ছয়জন জার্মান, এক ইসরায়েলী পর্যটক, এক ইতালীয় নারী এবং ট্রাকটির পোলিশ চালক রয়েছেন। ফের হামলার আশঙ্কায় কংক্রিটের দেয়াল তুলে ওই বাজার ঘিরে দেয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ায় হামলার চক্রান্ত নস্যাৎ ॥ অস্ট্রেলিয়ার মেলবোর্নে খ্রীস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ বাহিনী। বিবিসি বলছে, এ পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে ভিক্টোরিয়ার পুলিশপ্রধান গ্রাহাম এ্যাস্টন জানিয়েছেন। এ্যাস্টন জানান, হামলায় ‘বিস্ফোরক’ ও ‘ছুরি কিংবা আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করা হতে পারে বলে হুমকি ছিল। তিনি আরও জানান, ফ্লিন্ডার্স স্ট্রিট ট্রেন স্টেশন, ফেডারেশন স্কয়ার এবং সেন্ট পলস ক্যার্থিডালের মতো শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ হামলার হুমকি ছিল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে হামলার হুমকি আমরা নস্যাৎ করে দিয়েছি এরপর আর কোন হুমকি নেই।’ এ্যাস্টন বলেন, আটক হওয়া পাঁচজনের মধ্যে চারজনই লেবানিজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী নাগরিক। অপর একজন মিসরীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয়। তাদের সবার বয়স বিশের কোটায়।
×