ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রমিক অসন্তোষে শিফমেন্ট নিয়ে বিপাকে মালিকরা

প্রকাশিত: ২৩:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৬

শ্রমিক অসন্তোষে শিফমেন্ট নিয়ে বিপাকে মালিকরা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় টানা তৃতীয় দিনের মতো শুক্রবারও ৫৯টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় সময় মতো বায়ারদের কাজের শিফমেন্ট না দিতে পাড়ায় বিপাকে পড়েছেন কারখানার মালিকরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার আগে ওই পোশাক কারখানাগুলোতে টানা দশ দিন উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করে লক্ষাধিক শ্রমিক। এদিকে, পোশাক শ্রমিকদের মদদ দেয়ার অভিযোগে স্থানীয় বিএনপি’র সাবেক সংসদ সদস্যসহ কয়েক শ’ ব্যক্তির নামে মামলা দায়ের করেছে পুলিশ। আশুলিয়ার জামগড়া এলাকার ‘ডিকে নীটওয়্যার লিমিটেড’ কারখানার পরিচালক সৈয়দ এটিএম তারেক সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় বিভিন্ন ইস্যুতে অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে বুধবার হঠাৎ করে তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় তারা বিদেশী বায়ারদের শিফমেন্টের তৈরি করা পোশাক দিতে পারছেন না। কারখানা খুলে দেয়ার ব্যাপারে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান জানান, শ্রমিকরা নিজেরদের ভুল বুঝে কাজে যোগ দিতে সম্মত হলে সরকারের সাথে বসে আলোচনার মাধ্যমে বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কারখানা খুলে দিলাম, শ্রমিকরা কোন কাজ করলো না- তাতে তো কোন লাভ নেই। এদিন বিক্ষিপ্তভাবে কিছু সংখ্যক শ্রমিক তাদের বন্ধ থাকা কারখানাগুলোর সামনে আসে সর্বশেষ পরিস্থিতি জানতে। দ্রুতই তারা আবার ফিরে যায়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
×