ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্রাইভার ছাড়াই মাটি ফুঁড়ে ছুটে চলবে এই ট্রেন

প্রকাশিত: ২২:০০, ২৩ ডিসেম্বর ২০১৬

ড্রাইভার ছাড়াই মাটি ফুঁড়ে ছুটে চলবে এই ট্রেন

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের দ্রুততম ট্রেনটি বাজারে এনে অনেক দিন আগেই চমকে দিয়েছে চিন। এখনও পর্যন্ত ম্যাগলেভ-ই বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে ছুটে চলা ট্রেন। যার সর্বাধিক গতিবেগ ঘন্টায় প্রায় ৪৩০ কিলোমিটার। গড় গতিবেগ প্রতি ঘন্টায় ২৫১ কিলোমিটার। ম্যাগলভের পর এ বার আরও এক চমক নিয়ে এল চিন। সম্প্রতি বেজিং শহরের নীচ দিয়ে চালকবিহীন মেট্রো চালানোর পরিকল্পনা নিল চিন। গ্যালারির পাতা থেকে জেনে নেওয়া যাক এই স্বয়ংক্রিয় মেট্রোর হালহকিকত। বেশ কিছু অত্যাধুনিক ও দ্রুতগতির ট্রেন তৈরি করলেও কোনও স্বয়ংক্রিয় ট্রেন এতদিন পর্যন্ত ছিল না চিনের ঝুলিতে। অবশেষে সে ‘আক্ষেপ’ও মিটল। সিআরআরসি কর্পোরেশন লিমিটেডের কুইঙ্গদাও সিফ্যাঙ্গ সংস্থা তৈরি করেছে এই অভিনব মেট্রো। সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বয়ংক্রিয় এই ট্রেন শুধুমাত্র একা একা চলতে পারবে তাই নয়, ইঞ্জিন চালু হওয়া থেকে বন্ধ হওয়া, স্বয়ংক্রিয় ভাবে পার্কিং করা, এমনকী সম্পূর্ণ ভাবে পরিষ্কার করার কাজটিও এই ট্রেন করতে পারবে শুধুমাত্র রিমোটের একটি ক্লিকেই। তবে চালকবিহীন এই মেট্রো কি সম্পূর্ণ নিরাপদ? কুইঙ্গদাও সিফ্যাঙ্গের প্রধান টেকনিশিয়ান জিয়াঙ্গ ঝ্যান বলেন, ‘‘এই ট্রেনে চালক থাকবে না, এটা সত্যি। কিন্তু কোনও মানুষ চালানোর থেকেও বহু গুণ বেশি নিরাপদে চলবে এই ট্রেন।’’ ঝ্যান আরও জানাচ্ছেন, মানুষের অনেক সময় ভুল ভ্রান্তি হয়। ‘অপারেশনাল ফেলিওর’ হতে পারে। যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভবনা বেড়ে যায়। কিন্তু অটোমেটিক ট্রেনের ক্ষেত্রে সে সম্ভাবনাও কমে যায় অনেকটাই। সূত্রের খবর, ২০১৭-র শেষে বেজিং শহরে সাধারণের জন্য চালু করা হবে এই ট্রেন।ত ঝ্যান জানাচ্ছেন, লাইনে কোনও রকম সমস্যা থাকলে বা বাধা আসলে তা আগে থেকেই বুঝতে পারবে এই ট্রেন। সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই উপযুক্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করবে, প্রয়োজনে থেমেও যাবে। জানা গিয়েছে, ঘন্টায় ৮০ কিলোমিটার গতিবেগে ছুটবে চালকবিহীন এই ট্রেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×