ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পাকা সড়কের উদ্বোধন

প্রকাশিত: ১৮:৩৭, ২৩ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জে পাকা সড়কের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আজ শুক্রবার সকালে সিরজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নে গ্রামীণ পাঁকা সড়কের উদ্বোধন করা হয়েছে। বহুলি ইউনিয়নের খাগা-ভুরভুরিয়া- বাগডুমুর পর্যন্ত এক কিমি এ সড়কটি তিনটি গ্রামকে সংযোগ করেছে। এলজিইডি নির্মিত এ সড়কটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। সড়ক উদ্বোধন উপলক্ষে খাগা মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মিল্লাত সরকারের উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের গ্রামের মানুষের বিদ্যুত সংকট সমাধান করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছ’। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। বক্তব্য দেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল ও ছাত্রলীগের সাধারন সম্পাদক একরামুল হক সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে তিনি একটি মসজিদ ভবন নির্মান কাজের উদ্বোধন করেন।
×