ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার উন্নয়নের প্রতি গনআস্থার প্রমাণ ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৮:২১, ২৩ ডিসেম্বর ২০১৬

শেখ হাসিনার উন্নয়নের প্রতি গনআস্থার প্রমাণ ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকা-ের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করছে আওয়ামী লীগ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে প্রায় ৮০ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আইভী। রাতে আইভীকে বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ জানান, এ বিজয় আমাদের প্রত্যাশিত। গত আট বছরে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন, দৃঢ় নেতত্ব দিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন, এই বিজয় তারই প্রতিফলন। এছাড়া গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জবাসীর স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে সেলিনা হায়াত আইভীর কর্মকা-ও এই বিজয়ে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন হানিফ। মাহবুব-উল আলম হানিফ বলেন, মেয়র হিসেবে সেলিনা হায়াত আইভীও তার নারায়ণঞ্জবাসীর কল্যাণে সাহসিকতা, মেধা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেছেন। তাই ভোটাররা বিপুল ভোটে তাকে বিজয়ী করেছেন। এই জয়ের মাধ্যমে আবার প্রমাণিত হলো- দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থাশীল। দেশের মানুষ নষ্টের রাজনীতি দেখতে চায় না। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর বিজয়কে জঙ্গী দমন ও যুদ্ধাপরাধীদের বিচারে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সাফল্যে জনগণের খুশির বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক ক্ষেত্রের প্রতি সূচকে বাংলাদেশ প্রভূত উন্নতি করেছে। বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত। জনগণই এ উন্নয়নের প্রধান অংশীদার। নারায়ণগঞ্জ নির্বাচনে জনগণ সরকারের চলমান উন্নয়নের পক্ষে রায় দিয়েছে।
×