ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৮:০৬, ২৩ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন

বহুল প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আগামী ৩১ ডিসেম্বর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফাইজুর রহমান চৌধুরী বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ ডিসেম্বর তার সরকারী বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডট বাংলা ডোমেইন উদ্বোধন করার সম্মতি দিয়েছেন। তিনি বলেন, পরে জনগণের ব্যবহারের জন্য এটি বিতরণ করা হবে। খবর বাসসর। ডোমেইনটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে গত ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য ডোমেইনটি বরাদ্দ লাভের পর এটি ব্যবহারকারীদের মাঝে বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, তারা এই বিজয়ের মাসেই জনগণের জন্য এটি চালু করতে চান।
×