ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর নির্বাচিত যারা

প্রকাশিত: ০৮:০৪, ২৩ ডিসেম্বর ২০১৬

কাউন্সিলর নির্বাচিত যারা

স্টাফ রিপোর্টার/ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ থেকে ॥ নাসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির ১২, আওয়ামী লীগের ১১, জাপার ৩ ও বাসদের এক প্রার্থী নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মোঃ ওমর ফারুক (ফুলের ঝুড়ি) আওয়ামী লীগ, ২ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন (লাটিম) বিএনপি, ৩ নম্বর ওয়ার্ডে শাহজালাল বাদল (ঠেলাগাড়ি) আওয়ামী লীগ, ৪ নম্বর ওয়ার্ডে আরিফুল হক হাসান (লাটিম) আওয়ামী লীগ, ৫ নম্বর ওয়ার্ডে গোলাম মুহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন) বিএনপি, ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি) আওয়ামী লীগ, ৭ নম্বর ওয়ার্ডে আলী হোসেন আলা (ঠেলাগাড়ি) আওয়ামী লীগ, ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন (মিষ্টিকুমড়া) আওয়ামী লীগ, ৯ নম্বর ওয়ার্ডে ইসরাফিল প্রধান (মিষ্টিকুমড়া) বিএনপি, ১০ নম্বর ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন) আওয়ামী লীগ, ১১ নম্বর ওয়ার্ডের জমশের আলী ঝন্টু (ঘুড়ি) বিএনপি, ১২ নম্বর ওয়ার্ডে শওকত হাশেম (ঘুড়ি) বিএনপি, ১৩ নম্বর ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (ঠেলাগাড়ি) বিএনপি, ১৪ নম্বর ওয়ার্ডে শফিউদ্দিন প্রধান (ঠেলাগাড়ি) জাতীয় পার্টি, ১৫ নম্বর ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস (ঘুড়ি) বাসদ, ১৬ নম্বর ওয়ার্ডে নাজমুল আলম সজল (ব্যাডমিন্টন) আওয়ামী লীগ, ১৭ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু (ঘুড়ি) আওয়ামী লীগ, ১৮ নম্বর ওয়ার্ডে কবির হোসাইন (ঠেলাগাড়ি) আওয়ামী লীগ, ১৯ নম্বর ওয়ার্ডে ফয়সাল আহাম্মেদ সাগর (করাত) আওয়ামী লীগ, ২০ নম্বর ওয়ার্ডে গোলাম নবী মুরাদ (লাটিম) বিএনপি। ২১ নম্বর ওয়ার্ডে হান্নান সরকার (রেডিও) বিএনপি, ২২ নম্বর ওয়ার্ডে সুলতান আহম্মেদ ভূইয়া (লাটিম) বিএনপি, ২৩ নম্বর ওয়ার্ডে সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান (লাটিম) জাতীয় পার্টি, ২৪ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন (ঘুড়ি) জাতীয় পার্টি, ২৫ নম্বর ওয়ার্ডে এনায়েত হোসেন (ঠেলাগাড়ি) বিএনপি, ২৬ নম্বর ওয়ার্ডে মোঃ সামছুজ্জোহা (ঘুড়ি) বিএনপি, ২৭ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান বাবুল (ঠেলাগাড়ি) বিএনপি। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত যারা সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১, ২ ও ৩) মাকসুদা মোজাফফর (গ্লাস) বিএনপি, ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬) মনোয়ারা বেগম (মোবাইল) আওয়ামী লীগ, ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮ ও ৯) রেহানা পারভীন (আনারস) স্বতন্ত্র, ৪নং ওয়ার্ডে (১০, ১১, ১২) মিনোয়ারা বেগম (মোবাইল) স্বতন্ত্র, ৫ নম্বর ওয়ার্ডে (১৩, ১৪ ও ১৫) শারমিন হাবিব বিন্নি (বই) জাতীয় পার্টি, ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭ ও ১৮) আফসানা আফরোজ (বই) বিএনপি, ৭নং ওয়ার্ডে (১৯, ২০ ও ২১) শিউলী নওশাদ (বই) স্বতন্ত্র, ৮ নম্বর ওয়ার্ডে (২২, ২৩ ও ২৪) শাওন অংকন (বই) বিএনপি, ৯ নম্বর ওয়ার্ডে (২৫, ২৬ ও ২৭) হোসনে আরা (চশমা) স্বতন্ত্র।
×