ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রবি-এয়ারটেল শর্ত পালন না করায় চূড়ান্ত অনুমতি পায়নি

প্রকাশিত: ০৭:৪৫, ২৩ ডিসেম্বর ২০১৬

রবি-এয়ারটেল শর্ত পালন না করায় চূড়ান্ত অনুমতি পায়নি

স্টাফ রিপোর্টার ॥ রবি-এয়ারটেল একীভূত হতে বকেয়া পরিশোধ ও প্রযুক্তিগত কয়েকটি শর্ত পালন করেনি। এ কারণে বিটিআরসি রবি-এয়ারটেল একীভূত হওয়ার চূড়ান্ত অনুমতিপত্র দেয়নি। রবি-এয়ারটেল একীভূত হওয়ার লাইসেন্স না পাওয়া পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবে না। রবি-এয়ারটেল একীভূত হওয়ার ফি বাবদ এক শ’ কোটি টাকা ও তরঙ্গ সমন্বয় বাবদ ৩ শ’ ৭ কোটি টাকা ধার্য ধরা হয়। এর সঙ্গে ভ্যাট ও ট্যাক্সসহ মোট ৪২৭ কোটি ৩৫ লাখ টাকা বিটিআরসির পাওনা। এই টাকা এককালীন অথবা তিন কিস্তিতে পরিশোধের জন্য নির্দেশ দেয় বিটিআরসি। জানা গেছে, গত ১৬ নবেম্বর রবি-এয়ারটেল একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করার ঘোষণা দেয়। একীভূত হয়ে অপারেটরটির ‘রবি আজিয়াটা লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করবে। রবির পাশাপাশি কোম্পানির একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকবে এয়ারটেল।
×