ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশ ॥ মার্কিন দূত

প্রকাশিত: ০৭:৪৩, ২৩ ডিসেম্বর ২০১৬

ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশ ॥ মার্কিন দূত

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ডেভিড সেপারস্টাইন বলেছেন, বাংলাদেশ অকপটে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। তবে এখানে কখনও কখনও ব্যক্তি, সম্প্রদায় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের চ্যালেঞ্জ দেখা দেয়। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নিতে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানাবেন তিনি। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত এক ফেসবুক আলাপে তিনি এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত ডেভিড সেপারস্টাইন ঢাকা সফর করছেন। ঢাকা সফরকালে তিনি সরকারী কর্মকর্তা, সুশীল সমাজসহ ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত এক ফেসবুক আলাপে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে ডেভিড সেপারস্টাইন বলেন, ধমীয় সম্প্রদায় যাতে তাদের বিশ্বাস, আচার, অনুষ্ঠান নির্বিঘেœ পালনের অধিকার নিশ্চিত করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। তবে বাংলাদেশ অকপটে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সংবিধান অনুযায়ীই এটা বাংলাদেশ বিশ্বাস করে। তবে এখানে কয়েক বছর ধরে কখনও কখনও ব্যক্তি, সম্প্রদায় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত একটি প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
×