ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদি ফ্যাশন সন্ধ্যা

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৬

খাদি ফ্যাশন সন্ধ্যা

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী খাদি ফ্যাশন শো। হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনতে গত ৯ ও ১০ ডিসেম্বর ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে এ ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়। যার স্লোগান ছিল ‘খাদি, দ্য ফিউচার ফ্যাব্রিক শো’। সব দেশীয় উপকরণ নিয়ে এ ফ্যাশন শো’তে মোট ২৪ জন ফ্যাশন ডিজাইনার তাদের ডিজাইন করা খাদি পোশাক তুলে ধরেন। ডিজাইনাররা এবার খাদি কাপড়ে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা থেকে নকশার মোটিফ নিয়েছিলেন। কান্তজিউ মন্দির, বালিয়াটি রাজবাড়ী, পানাম নগর, বাঘা মসজিদ, ছোট সোনা মসজিদ, রূপলাল হাউস, তারা মসজিদ, পুঠিয়া রাজবাড়ী ও আতিয়া জামে মসজিদের নকশা উঠে এসেছে মোটিফ হিসেবে। দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ আরো অনেকে। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ট্রেসেমে। সহযোগিতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বেঙ্গল গ্রুপ লিমিটেড। অন্যান্য পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, সেনোরা, সিটি ব্যাংক, বিএমডব্লিউ, কাজী অ্যান্ড কাজী টি ও ক্রাউন সিমেন্ট। ফ্যাশন ডেস্ক
×