ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজের সঙ্গে যেটা মানানসই সেটাই পরি

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৬

নিজের সঙ্গে যেটা মানানসই সেটাই পরি

কেমন সময় কাটছে? -ব্যস্ততার মধ্যে। শীতে কাজ করতে ভাল লাগে তাই শুটিং আর ফ্যামিলি নিয়েই ব্যস্ত। শপিং কোথা থেকে করতে পছন্দ করেন? -আসলে ডিপেন্ড করে। মূলত দেশ থেকে নিজেই ডিজাইন করে ড্রেস বানায়। আর যেগুলা পাওয়া যায়না সেগুলা দেশের বাইরে থেকে করি। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি করা হয়? -আমি অনেক অলস। ইয়োগা, জিম কোনটাই তেমনভাবে করা হয় না। জেনিটিক্যালি অ্যাডভান্টেজের জন্য হয়ত যতই খাইনা কেন তেমন মোটা হইনি। কি খাবার খেতে বেশি পছন্দ করেন? -যে কোন রিচ ফুড। তবে দেশী খাবারের মধ্যে কালাভুনা ভাত। কোন ধরনের সানগ্লাস পছন্দ? -আলাদাভাবে কোন ব্র্যান্ড নেই। যখন যেটা ভাল লাগে, নিজের সঙ্গে যেটা মানানসই হয় সেটাই পড়ি। কোন ধরনের ঘড়ি পছন্দ? -এখন যেটা চলছে বড় ডায়ালের ঘড়ি সেটা আমার ভাল লাগে না। আমার কাছে মেয়েদের হাতে ছোট ডায়ালের ঘড়িই বেশি ভালো লাগে। ছোট ডায়াল, ক্লাসিক এবং আগের ডিজাইনই পড়তে বেশি স্বাচ্ছন্দ্য করি। আইকন হিসেবে কাকে ভালো লাগে? -অনেককেই ভাল লাগে। আলাদাভাবে আসলে কাউকে বলাটা কঠিন। ফ্যাশনের ক্ষেত্রে একজন তো অভিনয় এর ক্ষেত্রে আরেকজন। তবে ‘সারাহ জেসিকা পার্কার’ কে অনেক ভাল লাগে। উনার অভিনয় দেখলে মনে হয় আমার অনেক কিছুর সঙ্গে মিলে, এই দিক থেকেই উনাকে অনেক ভাল লাগে। অভিনয় জগতে পছন্দের কেউ? -আমাদের দেশে তো অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী আছেন। তাদের অনেককেই ভাল লাগে। স্পেসিফিকভাবে বললে তরুণদের মধ্যে অপর্ণা ঘোষ এবং সিনিয়রদের মধ্যে আফসানা মিমিকে ভাল লাগে। কোন্ ধরনের জুতায় স্বাচ্ছন্দ্য বোধ করেন? - বেশি ভাল লাগে স্নিকার এবং কনভার্স। বুট ভাল লাগে কিন্তু ওয়েদারের কারণে পড়া হয় না। অবসর সময় কীভাবে পার করেন? -শুটিং না থাকলে গান শুনি, টিভি দেখি। ফ্যামিলির সঙ্গেই সময় কাটানো হয়। কোন রঙের ওপর দুর্বল? -অফ হোয়াইট। শীতের ফ্যাশন, কিভাবে দেখছেন? নতুন করে কিছু করছি না। তবে একটা ট্রেন্ড আসছে কিছুদিন আগে ভারতে দেখে আসলাম। লং কামিজ কিন্তু উলের ফেব্রিক। পড়লে অনেক গরম কিন্তু দেখলে মনে হয় কামিজ পড়া। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? -যেখানে কাজ এবং পরিবার দুইটাই ঠিক রাখতে পারব সেখানে। অবশ্য এটা খুব টাফ। প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। বিবাহিত জীবনে যাওয়ার পর এই ঝামেলাটা বেশি দেখা যায়। কাজ এবং পরিবার এই দুইটা ঠিক না থাকলে আসলে জীবন কঠিন হয়ে পড়ে। নিজেকে বিজয়ী বলতে পারব তখনই যখন ফ্যামিলি ও কাজ দুইটাই ঠিক থাকবে। প্রিয় মানুষ? -আমার কাছে আমার ফ্যামিলির সবাই খুব প্রিয়। ফ্যাশন সচেতনদের জন্য কিছু বলবেন? -কেউ কাউকে ফলো করবে এটা খুব স্বাভাবিক। তবে এটা মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষই আলাদা। একটা মানুষের পজিটিভ দিক যেমন দিক আছে ঠিক তেমন নেগেটিভ দিকও থাকবে। সবার উচিত নেগেটিভটাকে ওভারলুকস করে পজিটিভটা নেওয়া।
×