ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়দিনের আগে শীর্ষে বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৬:৩১, ২৩ ডিসেম্বর ২০১৬

বড়দিনের আগে শীর্ষে বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ দশজনের লিপজিগকে সহজেই ৩-০ গোলে হারিয়ে জার্মান বুন্দেসলীগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বেয়ার্ন মিউনিখ। বুধবার রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারানায় বাভারিয়ানদের হয়ে গোল করেন থিয়াগো আলকান্টারা, জাবি অ্যালানসো ও রবার্ট লেভানডোস্কি। এবার মৌসুমের শুরু থেকেই চমকের পর চমক দেখাচ্ছে লিপজিগ। ইংলিশ লীগের দল লিচেস্টার সিটির মতো তারাও শিরোপাস্বপ্নে এগিয়ে যাচ্ছে। তবে পরশু রাতে বেয়ার্নের কাছে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে দলটি। ম্যাচটি জিতে লিপজিগের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে ১৬ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বেয়ার্ন। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিপজিগ। প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দল প্রথমবারের মতো মুখোমুখি হয়। ম্যাচের ১৭ মিনিটে আলকান্টারার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার জাবি। ৩০ মিনিটে ফিলিপ লামকে ফাউল করে এমিল ফর্সবার্গ লালকার্ড দেখলে লিপজিগের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রথমার্ধের শেষ দিকে থেকে রবার্ট লেভানডোস্কির পেনাল্টি গোলে বেয়ার্ন ব্যবধান আরও বাড়িয়ে নয়। বুন্দেসলীগায় চলতি মৌসুমে পোলিশ এই স্ট্রাইকারের গোল হলো ১২টি। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়া বেয়ার্ন অবশ্য পরের ৪৫ মিনিটে ব্যবধান আর বাড়াতে পারেনি।
×