ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় মহিলা ফুটবল দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

প্রকাশিত: ০৬:৩০, ২৩ ডিসেম্বর ২০১৬

জাতীয় মহিলা ফুটবল দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে বরাবরের মতোই অংশ নেবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। এই আসরকে সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে জোরালোভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যে নারী দলটির জন্য স্পন্সরও সংগ্রহ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং ওয়ালটনের এজিএম মেহরাব হোসেন আসিফ। সম্মেলনে ডন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বাফুফে এবং মহিলা ফুটবলের সঙ্গে আছি। ভবিষ্যতে থাকব বলে আশা করি। আমরা মহিলা জাতীয় ফুটবল দলকে নগদ ৫ লাখ টাকা দিচ্ছি। এছাড়াও অনুশীলন জার্সি এবং আনুষঙ্গিক সরঞ্জামাদিও দেব। যার মূল্যমান হবে প্রায় দুই লাখ টাকা।’ ভারতে খেলতে যাওয়ার আগে আগামী শনিবার মহিলা দল মুখোমুুখি হবে সংবাদমাধ্যমের। আসন্ন সাফে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং আফগানিস্তান। সিনিয়র দলে না হলেও জুনিয়র বা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। প্রথমবারের মতো অনুর্ধ-১৬ এএফসি কাপে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ছোটনের শিষ্যর। সাফে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ। এখনও খেলার সূচী এখনও ঠিক হয়নি। সম্ভাব্য তারিখ ২৯ ডিসেম্বর বাংলাদেশ-আফগানিস্তান এবং ৩১ ডিসেম্বর বাংলাদেশ-ভারত। আর তাই ২৬ ডিসেম্বর ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশের গ্রুপে তিন দল হওয়ায় দুই ম্যাচের একটি জিতলেই সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত বাংলাদেশের। কিন্তু সেটি এত সহজে হবে, সেটা ভাবার কোন কারণ নেই। এজন্য আপাতত সেমিফাইনাল খেলাই প্রাথমিক লক্ষ্য কৃষ্ণাবাহিনীর। টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ২ জানুয়ারি এবং ফাইনাল হবে ৪ জানুয়ারি।
×