ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাইজমানি বাড়ল অস্ট্রেলিয়ান ওপেনের

প্রকাশিত: ০৬:৩০, ২৩ ডিসেম্বর ২০১৬

প্রাইজমানি বাড়ল অস্ট্রেলিয়ান ওপেনের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের জন্য ১৭ শতাংশ প্রাইজমানি বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ৩৫.১ মিলিয়ন ডলার থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বুধবার আয়োজক কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পাবেন ৩.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা খেলোয়াড়ের জন্য প্রাইজমানি বেড়েছে নয় শতাংশ। প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও বড় অংকের অর্থ পুরস্কার পাবেন অস্ট্রেলিয়ান ওপেনের অংশগ্রহণকারীরা। টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ তিলেই জানিয়েছেন প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও সেই খেলোয়াড় ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার প্রাইজমানি পাবেন। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া খেলোয়াড় পাবেন ৮০,০০০ ডলার। তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে জায়গা করে নেয়া খেলোয়াড়দের জন্য পুরস্কার হিসেবে নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৩০,০০০ এবং ২২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার। অর্থাৎ গত বছরের চেয়ে এবার তা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। এবার বছরের প্রথম মেজর টুর্নামেন্ট নিয়ে টেনিসপ্রেমীদের বাড়তি উত্তেজনা।
×