ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় মাসের জন্য ছিটকে গেলেন কেভিতোভা

প্রকাশিত: ০৬:২৭, ২৩ ডিসেম্বর ২০১৬

ছয় মাসের জন্য ছিটকে গেলেন কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মঙ্গলবার বাসায় অনুপ্রবেশকারীর দ্বারা ছুরিকাঘাত পান পেত্রা কেভিতোভা। প্রথম দিকে অবশ্য তেমন মারাত্মক কিছু বোঝা যায়নি। চেক প্রজাতন্ত্রের টেনিস তারকার মুখপাত্র ক্যারেল তেজকালও জানিয়েছিলেন কেভিতোভা শঙ্খামুক্ত। কিন্তু দীর্ঘ চার ঘণ্টা অস্ত্রোপচারের পরই বোঝা যায় যে তার বাম হাতে চুরির আঘাতটি ছিল খুবই ভয়াবহ। তাই পুরোপুরি সুস্থ হয়ে টেনিস কোর্টে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগবে পেত্রা কেভিতোভার। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। গত মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর প্রোস্তেজোভে নিজ বাসায় ছুরিকাঘাতপ্রাপ্ত হন তিনি। প্রাথমিকভাবে এই টেনিস তারকার মুখপাত্র ক্যারেল তেজকাল জানিয়েছিলেন, বাসায় ‘চোর’ ঢুকে তার বাম হাতে ছুরি দ্বারা আঘাত করে পালিয়ে যায়। তবে চিকিৎসা নিয়েছেন তিনি। মারাত্মক কিছু হয়নি। পরে বোঝা যায়, ইনজুরিটি মারাত্মক। কারণ চার ঘণ্টা ধরে কেভিতোভার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। পেত্রা খেলেন বাম হাত দিয়ে। যে কারণেই শঙ্কা তৈরি হয় তার পুনরায় খেলা নিয়েও। যদিও তেজকাল বলেন, ‘ইনজুরিটি মারাত্মক। কিন্তু ডাক্তাররা জানিয়েছেন তিনি যেহেতু তরুণ ও সুস্বাস্থ্যবান, তাই পুনরায় টেনিস খেলতে না পারার কোনো কারণ নেই।’ কেভিতোভার ম্যানেজার ক্যাটি স্পেলম্যান জানান, ছয় থেকে আট সপ্তাহ তাকে পট্টি বেঁধে থাকতে হবে। অন্তত তিন মাস আঘাতপ্রাপ্ত হাতে কোনো ওজন নিতে পারবেন না। পরবর্তীতে সার্জেন রাদেক কেবরলে সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি আমরা আবারও তার কোর্টে টেনিস খেলতে পারার কথা বলি তাহলে অন্তত ছয় মাস লাগবে। তার ইনজুরিটা খুবই মারাত্মক। নিঃসন্দেহে অনেক বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেছেন সে। তাই আমরাও বিষয়টিকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখেছি।’ অপারেশনে দীর্ঘ সময় লাগার কারণও ব্যাখ্যা করেছেন তার ডাক্তার। এ বিষয়ে কেবরলে বলেন, ‘অস্ত্রোপচারে দীর্ঘ সময় লাগার পেছনের কারণ আঘাতপ্রাপ্ত রোগীর অবস্থা খুবই জটিল ছিল। যে কারণে আমাদেরকে খুব ধীরে ধীরে এগোতে হয়েছে। আরও মারাত্মক ধরনের কোন ক্ষতি যেন তার না হয় সেজন্য আমরা খুব সতর্কতার সঙ্গে কাজ করেছি।’ নিজের ফ্ল্যাটে দুর্ঘটনার শিকার হওয়ার মাত্র ঘণ্টাখানিক আগেই পেত্রা কেভিতোভা শিরোনামে এসেছিলেন হপম্যান কাপ থেকে নাম প্রত্যাহার করে। মূলত ইনজুরির কারণেই নতুন বছরের প্রথম দিন থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই ঘটে নিজ বাসায় চুরির ঘটনা। এর ফলে বছরের প্রথম গ্র্যান্ড সø্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে তো খেলতে পারছেন-ই না। বরং ২৬ বছর বয়সী এই চেক তারকাকে মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট উইম্বলডনেও দেখা যাবে কী না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অথচ ২০১৭ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টেই ফেরার পরিকল্পনা করেছিলেন গত মাসেই চেক প্রজাতন্ত্রকে ছয় মাসের মধ্যেই ফেড কাপের পঞ্চম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেত্রা কেভিতোভা। ২০০৬ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে যাত্রা শুরু করেন কেভিতোভা। পরের বছরেই উইম্বলডনে খেলেন তিনি। যেখানে শেষ ষোলোতে পৌঁছেছিলেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে প্রথম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ২০১১ সালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে উঠে যান কেভিতোভা। চলতি বছরের রিও অলিম্পিকে ব্রোঞ্জপদক জেতেন তিনি। সেমিফাইনালে পুয়ের্তো রিকোর মনিকা পুইগের কাছে হেরেছিলেন দুটি গ্র্যান্ডসøামের মালিক। গত মৌসুমে চোট আর ফর্মহীনতায় ভোগা কেভিতোভার সেরা সাফল্য ফেড কাপে। আর এখন পর্যন্ত তার সর্বমোট শিরোপা জেতার সংখ্যা ১৯টি। তার ক্যারিয়ারে অর্থমূল্য ১৮.৪ মিলিয়ন পাউন্ডেরও বেশি।
×