ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেললেন মুস্তাফিজ- নিলেন দুই উইকেট, নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারল বাংলাদেশ

নিউজিল্যান্ডে হার দিয়ে শুরু মাশরাফিদের

প্রকাশিত: ০৬:২৬, ২৩ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডে হার দিয়ে শুরু মাশরাফিদের

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ দল। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বৃষ্টি আইনে ৩ উইকেটে হার হলো মাশরাফিবাহিনীর। এ হারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অশনি সঙ্কেতই মিলল। সেই সঙ্গে বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আট মাস পর জাতীয় দলের হয়ে বোলিংয়ে ফিরেছেন। ফিরেই ২ উইকেট নিয়েছেন। তাতে স্বস্তিও জুড়ে থাকল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ ক্রিকেটারের মধ্যে ১৩ ক্রিকেটারই প্রস্তুতি ম্যাচ খেললেন। মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশিস রায় ছাড়া সবাই খেললেন। দেশের সেরা ব্যাটসম্যানরা ব্যাটিং করলেন। দেশের সেরা বোলাররা করলেন বোলিং। তাতেও কাজ হলো না। ব্যাটিংয়ে মুশফিকুর রহীম (৪৫), সৌম্য সরকার (৪০) ও ইমরুল কায়েস (৩৬) ব্যাট হাতে জ্বলতে পারলেন। মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ রান করে রিটায়ার্ড হার্ট হলেন। বৃষ্টিবিঘিœত ৪৩ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করল বাংলাদেশ। জবাবে উইকেটরক্ষক বেন হর্নের ৬০, বেন স্মিথের ৫০ ও ভারাত পোপলির ৪৫ রানে ৭ উইকেটে ৪১.৪ ওভারে ২৪৭ রান করে জিতে গেল নিউজিল্যান্ড একাদশ। বল হাতে সাকিব আল হাসান ৩টি ও মুস্তাফিজ ২ উইকেট নিতে পেরেছেন। ওয়াঙ্গারেইয়ের কোবাম ওভালে ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নামে। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৬৩ রান তোলার পর আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির আগে সৌম্য সরকার ২৭ ও মাহমুদুল্লাহ রিয়াদ ০ রানে ব্যাট করছিলেন। এর আগেই তামিম (১) ও ইমরুল আউট হয়ে যান। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৭ রানে লেইন ম্যাকপিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম (১)। তামিমের বিদায়ে ইমরুলের সঙ্গী হন সৌম্য। দুইজন মিলে দারুণ ব্যাটিং করতে থাকেন। ৮.২ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ হয় বাংলাদেশের। দলীয় ৬২ রানে ইমরুলের উইকেট হারায় টাইগাররা। ২৮ বলে ৭টি চারের সাহায্যে ৩৬ রান করে ব্রেট হ্যাম্পটনের বলে আউট হন ইমরুল। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের পর নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচেও সৌম্য সরকারের ব্যাটে রান দেখা যাচ্ছে। যেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েই বদলে গেলেন সৌম্য। শেষ পর্যন্ত তিনি ৪০ রান করে শিপলের বলে আউট হন। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন মাহমুদল্লাহ রিয়াদ। সাকিবের ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ দিকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কার্যকরী ২১ রানের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর করতে পারে বাংলাদেশ। কিন্তু তাতেও শেষপর্যন্ত কাজ হলো না। আট বোলার বল করেও যে নিউজিল্যান্ড একাদশের ব্যাটসম্যানদের আটকে রাখতে পারলেন না। ২৪৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের বলে নিউজিল্যান্ড একাদশ তাদের ওপেনার ডাফিকে হারায়। তবে পরের দুই ব্যাটসম্যান স্মিথ ও পোপলি যথাক্রমে ৫০ ও ৪৫ করেন। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি হয়। এ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বস্তি ফেরান সাকিব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে উইকেট একদিকে পড়তে থাকে, রানও হতে থাকে। সাত নম্বরে নামা ব্যাটসম্যান হর্নের অপরাজিত ৬০ রানের ইনিংসেই শেষ পর্যন্ত হার হয় মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমদের। এই হারেই অশনি সঙ্কেত দেখা দিচ্ছে। নিউজিল্যান্ড জাতীয় দলের কেউই প্রস্তুতি ম্যাচটি খেলেননি। সেখানে বাংলাদেশের ১৩ ক্রিকেটারই খেলেছেন। ১১ ক্রিকেটার ব্যাটিং করেছেন। আট ক্রিকেটার করেছেন বোলিং। ব্যাটসম্যানরা সবাই ব্যাট হাতে নেমেছেন। বোলাররা সবাই বোলিং করেছেন। নিজেদের ভালভাবে ঝালিয়ে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচে হার-জিত মুখ্য নয়। প্রস্তুতি কতটা ভাল সারা গেল, সেটিই মুখ্য। কিন্তু প্রস্তুতি যেমনই হোক, নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে হারটি নিউজিল্যান্ড জাতীয় দলকে আরও উদ্দীপ্ত করে তুলবে। হর্ন এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। বাংলাদেশকে ভোগালেন। বেন স্মিথ ও পোপলিও তাই। প্রথম শ্রেণীর ক্রিকেটেই থিতু হতে পারেননি এখনও তারা। অথচ বাংলাদেশ জাতীয় দলকে ভোগালেন। এদের বিপক্ষেই যদি বাংলাদেশ দলের এমন দুর্দশা হয়, তাহলে নিউজিল্যান্ডের জাতীয় দলতো কাপিয়ে দেবে! সেই অশনি সঙ্কেত থেকেই গেল। তবে এ সঙ্কেতের সঙ্গে স্বস্তিও মিলছে। শুরুতেই নিজের প্রথম ওভারের চতুর্থ বলে একটি উইকেট তুলে নিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। শেষে গিয়ে শিপলির উইকেটটিও শিকার করলেন। ৭ ওভার বল করে ৩৯ রান দিয়ে ২ উইকেটও নিলেন। আট মাস পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেন। খেললেন ম্যাচ। ভালো বোলিংও করলেন। নিউজিল্যান্ডের মত কন্ডিশনে মুস্তাফিজকে বোলিংয়ে মেলায় স্বস্তি মিলল ঠিক। তবে ২৬ ডিসেম্বর, বক্সিং ডে’তে প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে হারটিতে অশনি সঙ্কেতও ভর করে থাকল!
×