ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্টেও সেরা এ ভারতীয় অফস্পিনার, ওয়ানডের বর্ষসেরা কুইন্টন ডি কক

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার অশ্বিন

প্রকাশিত: ০৬:২৫, ২৩ ডিসেম্বর ২০১৬

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার অশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ একই সঙ্গে দুটি বড় পুরস্কার পেয়েছেন। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মর্যাদার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি হাতে তুলেছেন এবং টেস্টেরও বর্ষসেরা হয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টানা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকেও সফলতা পাইয়ে দেয়ার মূল ভূমিকায় দীর্ঘদিন ধরেই অবতীর্ণ অশ্বিন। টেস্টের এক নম্বর বোলার এবং এক নম্বর অলরাউন্ডার এখন তিনি। সে কারণেই কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সবার চেয়ে এগিয়ে থেকে বর্ষসেরা ক্রিকেটার হলেন অশ্বিন। তবে ওয়ানডেতে তার কীর্তিটা তুলনামূলকভাবে অনেকখানি কম। সেদিক থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কুইন্টন ডি কক এগিয়ে থেকে ওয়ানডের বর্ষসেরা হয়েছেন। মহিলাদের ওয়ানডে বর্ষসেরা হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস, মহিলাদের টি২০ বর্ষসেরাও হয়েছেন তিনি। উদীয়মান বর্ষসেরা হয়েছেন বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। আর টি২০ ক্রিকেটে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট। ক্রিকেটের অনুপ্রেরণা হিসেবে বর্ষসেরা হয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। অনেক আগেই সতীর্থরা অবসর নিয়ে ফেলেছেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার মিসবাহ। ওয়ানডে ও টি২০ ছাড়লেও এখন পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন টেস্ট। নিজের দারুণ নৈপুণ্যই শুধু নয় সঙ্গে আছে দলকে দুর্দান্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে ঈর্ষণীয় সাফল্য এনে দেয়া। পাকিস্তান দলকে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের এক নম্বর অবস্থানে তুলেছিলেন তিনি। যদিও সেটা বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু তরুণদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে খেলে যাওয়ার কারণেই ৪২ বছর বয়সী বাকিদের অনুসরণ করার ক্ষেত্রে মিসবাহকে প্রকৃষ্ট উদাহরণ বলেই মনে করেছে আইসিসি। তাই সম্মানজনক আইসিসির স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটা জিতেছেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছর ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটাভুটি হয়েছে। ভোট দিতে পেরেছেন ১০টি টেস্টখেলুড়ে দেশের গণমাধ্যমের সঙ্গে জড়িতরা। আর এই ভোটাভুটিতে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে অশ্বিনের ধারেকাছেও আসতে পারেননি কেউ। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। এর আগে শচীন টেন্ডুলকর ও রাহুল দ্রাবিঢ় স্যার গারফিল্ড ট্রফি জিতেছিলেন। আইসিসির ভোটিং সময় চলাকালীন অশ্বিন ৮ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন এবং ৩৩৬ রান করেছেন। আবার ১৯ টি২০ ম্যাচে পেয়েছেন ২৭ উইকেট। শুধুমাত্র ২০১৬ সালেই অশ্বিনের ঝুলিতে যোগ হয়েছে ১২ টেস্টে ৭২ উইকেট। এ বছরই ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে বছর জুড়েই ওয়ানডেতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন কুইন্টন ডি কক। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভোটিং চলাকালীন সময়ের মধ্যে সর্বাধিক রান করেছেন বিশ্বের মধ্যে। তিনি এ সময়সীমার মধ্যে ১৬ ওয়ানডে খেলে ৭৯৩ রান করেন। আর গত সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরের আজকের দিনসহ হিসেব করলে কক ২২ ওয়ানডেতে করেছেন ১১৭৫ রান। এর সঙ্গে ছিল ৫ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরি। তার প্রতিপক্ষ ছিলেন তিন সতীর্থ ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা। এ কারণেই ওয়ানডের বর্ষসেরা হয়েছেন তিনি। আর টি২০ ক্রিকেটের বর্ষসেরা নৈপুণ্য দেখানো ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট। এবার টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ বলে ম্যাচজয়ী অপরাজিত ৩৪ রান করে টি২০ ক্রিকেটের বর্ষসেরা নৈপুণ্যের মালিক হয়েছেন। তার এ অবিশ্বাস্য ব্যাটিংয়েই দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত আগস্টে তিনি ক্যারিবীয় দলের টি২০ অধিনায়কও হয়েছেন। বাংলাদেশের পেসার মুস্তাফিজ বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন। ভোটিং চলাকালীন সময়সীমায় তিনি ওয়ানডেতে ৮ এবং টি২০ ক্রিকেটে ১৯ উইকেট নিয়েছেন। আফগানিস্তানের আক্রমণাত্মক ওপেনার মোহাম্মদ শাহজাদ সহযোগী সদস্য দেশের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। ১৬ ওয়ানডেতে তিনি ৬৯৯, ১৭ টি২০-তে ৫৩৩ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপে ৩০১ রান করেছেন। আগেই মহিলাদের ক্রিকেটের ওয়ানডে ও টি২০ বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ডের সুজি বেটসকে। আর বর্ষসেরা আম্পায়ার হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন ম্যারাইস ইরাসমুস। এছাড়া বর্ষসেরা টেস্ট দল এ্যালিস্টার কুক ও বর্ষসেরা ওয়ানডে দল বিরাট কোহলির নেতৃত্বে ঘোষণা করা হয়েছে।
×