ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ২৩ ডিসেম্বর ২০১৬

যশোরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নতুন উপশহর সাত নম্বর সেক্টরের বস্তির একটি বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় শাহাজাহান হোসেন (৬) নামের ওই শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শাহাজাহান যশোরের নতুন উপশহর সাত নম্বর সেক্টর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক আজিবর রহমান ও গৃহকর্মী সাজেদা বেগম দম্পতির ছেলে ও স্থানীয় শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এলাকাবাসী জানিয়েছে, শিশুটির গলায় গামছা পেঁচানো ও শোয়ানো অবস্থায় ছিল। এ সময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তবে মৃত শাহাজাহানের মা সাজেদা বেগম জানিয়েছেন, বাড়িতে কেউ ছিল না। শাহাজাহান পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে বলে শুনেছি। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাজশাহীতে মাছ চাষীকে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় আমজাদ হোসেন (৩৫) নামে এক মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধনপুর লেপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই গ্রামের মৃত আয়েন আলীর ছেলে। পুলিশ জানান, আমজাদ হোসেন মাছ চাষ করতেন। রাতে তিনি পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা এলাকার একটি রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঁশখালীতে ট্যাক্সি চালক নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়া গ্রামে দুই ড্রাইভারের দ্বন্দ্বের জের ধরে আমিনুল ইসলাম (১৮) নামে একজন খুন হয়েছে। সে পূর্ব কাথারিয়া গ্রামের মৃত মোক্তার আহমদের পুত্র। বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জানা যায়, কাথারিয়া বাজারের সিএনজি টেক্সি ড্রাইভার সেলিম ও আমিনুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব নিয়ে টেক্সি এ্যাসোসিয়েশন সালিশীও করে। সালিশী অমান্য করে বুধবার রাতে বিয়ে বাড়ি হতে ধরে নিয়ে গিয়ে সেলিম ও তার ভাই এবং দলীয় লোকজন আমিনুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তারা আমিনুল ইসলামকে উপর্যুপরি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাত থেকে আমিনুল ইসলামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেয়। বৃহস্পতিবার সকাল ৯টায় আমিনুল ইসলাম ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। দ্রুত বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জে কিশোরীর লাশের ২ টুকরো উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের লাশের কয়েক টুকরো উদ্ধারের ৩ দিন পর বৃহস্পতিবার দুপুরে আরও দুই টুকরা উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতুর নিচ থেকে ওই কিশোরের ডান হাত ও বাম পায়ের পাতা পাওয়া যায়। এর আগে গত সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাপুর ও চর কুন্ডলিয়া থেকে মরদেহের কাটা মাথা, পায়ের কিছু অংশ, বুক থেকে পেটের অংশ, একটি পায়ের পাতাসহ ৫ টুকরো উদ্ধার করে পুলিশ।
×