ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০০ টাকার জন্য কৃষককে ছুরি মেরে হত্যা চেষ্টা

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ ডিসেম্বর ২০১৬

১০০ টাকার জন্য কৃষককে ছুরি মেরে হত্যা চেষ্টা

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২২ ডিসেম্বর ॥ রংপুরের বদরগঞ্জে ১০০ টাকা নিয়ে ঝগড়ার জের ধরে আব্দুল আউয়াল (৩৫) নামে এক কৃষকের পিঠে ছুরি মেরে হত্যা চেষ্টা করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আউয়ালকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট এলাকায়। স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আউয়ালের কাছে একই এলাকার শাহিনুর রহমান ১০০ টাকা ধার নেন। সকালে ইঞ্জিন চালিত ট্রলি নিয়ে বাড়ি ফেরার পথে শাহিনুর আউয়ালের কাছে ওই পাওনা টাকা দাবি করেন। এ সময় আউয়াল একটু পরে টাকা দেবেন বলে তাকে জানান। শাহিনুর তার কাছে নগদ টাকা দাবি করেন। এ নিয়ে দুইজনের ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে শাহিনুর প্যান্টের পকেট থেকে একটি বিদেশী ছুরি বের করে আউয়ালের পিঠে বসিয়ে দেয়। নর্দান ভার্সিটিতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নর্দান ভার্সিটির বাণিজ্য অনুষদের ২৯তম ব্যাচ বিবিএ ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হয়েছে। বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন নর্দান ভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইউনুস গ্রুপের পরিচালক কাউসার আজিজুর রহমান, কোকা-কোলা (বিডি) লিমিটেডের হেড অব অপারেশন রাম প্রাসাদ পুন, নর্দান ভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম এবং ট্রেজারার আনোয়ার হোসাইন। -বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটির ২ শিক্ষার্থীর সাফল্য মুক্তিযুদ্ধ জাদুঘরের বিশেষ শাখা সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড এ্যান্ড জাস্টিজ (সিএসজিজে) ‘গণহত্যা, বিচার ও দায়মুক্তি’ শিরোনামে ৮ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (জাগই)-তে ১৩ থেকে ২০ ডিসেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কা, কম্বোডিয়া, নেপাল এবং বাংলাদেশের ১৮ বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান সিদ্দিকী ‘একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড’ এবং জান্নাতুল শারিয়াত দিশা ‘বেস্ট পারফর্মেন্স ইন নন-জুডিসিয়াল হেয়ারিং এ্যাওয়ার্ড’ অর্জন করে। -বিজ্ঞপ্তি
×