ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ ডিসেম্বর ২০১৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই ॥ জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ ডিসেম্বর ॥ ফুলছড়ি উপজেলায় গত বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ-কালভার্টের স্থানে নতুন অবকাঠামো নির্মাণ না করায় ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া হালকা যানবাহন চলাচলের ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের। গত বন্যায় সিংড়িয়ার রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে পানির প্রচ- চাপে প্রায় ৩৫ কিলোমিটার পাকারাস্তা ক্ষতিগ্রস্ত এবং ৬টি ব্রিজ ধসে পড়ায় উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় ফুলছড়ি উপজেলা সদর থেকে গুণভরি রাস্তায় পূর্ব ছালুয়া ব্রিজ, উদাখালী ইউনিয়ন পরিষদ থেকে সিংড়িয়া রাস্তায় পশ্চিম ছালুয়া বেইলি ব্রিজ, ওই রাস্তার হঠাৎপাড়া এলাকায় দুটি আরসিসি ব্রিজ, গুণভরি থেকে বাদিয়াখালী রাস্তায় হাজীরহাট ব্রিজ, কালীরবাজার থেকে মাছেরভিটা রাস্তায় দক্ষিণ বুড়াইল ব্রিজ ধসে পড়ে। ফলে ফুলছড়ি উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বন্যার পর এলজিইডির পক্ষ থেকে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় ধসে যাওয়া ৫টি ব্রিজের স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে অস্থায়ীভিত্তিতে লোক এবং বাইসাইকেল-মেটরসাইকেলসহ অন্যান্য হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু ওই বাঁশের সাঁকোগুলোও ইতোমধ্যে নড়বড়ে হয়ে পড়েছে। ফলে এখন পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে জরুরীভিত্তিতে ক্ষতিগ্রস্ত ব্রিজের স্থানে সাময়িকভাবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। স্থায়ীভাবে ব্রিজ-কালভার্ট নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের বরাবর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজগুলো পুনঃনির্মাণ করা হবে।
×