ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ ডিসেম্বর ২০১৬

আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সাবেক সদস্য জাতীয় নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ২৩ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে দোয়া ও কোরানখানি, জীবনাদর্শ তুলে ধরে আলোচনা, স্মরণসভা প্রভৃতি। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সকাল ৯টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের কবরে জাতীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন। সেখানে মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে। আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এবং আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আগামী ২৪-২৬ ডিসেম্বর জননেতা আব্দুর রাজ্জাকের বর্ণাঢ্য জীবনকর্মের ওপর তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও ২৬ ডিসেম্বর আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। অন্যদিকে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। এরমধ্যে আছে শোভাযাত্রা, কাঙ্গালীভোজ ও আলোচনাসভা। এতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, জনসাধারণকে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আব্দুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট)। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক ওই সরকারের পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালেই ১৯৯৭ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। অষ্টম জাতীয় সংসদে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহছায়ায় যে কয়জন কীর্তিমান স্বাধিকার, স্বাধীনতা আর সুমহান মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন, গণতান্ত্রিক আন্দোলনে সামনের কাতারে থেকে আমৃত্যু নেতৃত্ব দিয়েছেন, আবদুর রাজ্জাক তাদের অন্যতম।
×