ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০১৬

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘ডাকঘর’। ব্যাপক আলোচিত নাটকে এমনকি অভিনয়ও করেছেন কবিগুরু। ভারত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বহু দেশে নাটকটি মঞ্চস্থ হয়েছে। বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া নাটক নিয়ে গবেষণার শেষ নেই। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বিশ্বসাহিত্য কেন্দ্রে সেমিনারের আয়োজন করে ভাবনগর ফাউন্ডেশন। সেমিনারের বিষয়- বাংলার বাইরে রবীন্দ্রনাথের ডাকঘর। মূল বক্তা ছিলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার রাজদীপ কোনার। চমৎকার একটি প্রেজেন্টেশনসহ আলোচনা করেন তিনি। কোন কোন দেশে কয়টি ভাষায় ‘ডাকঘর’ মঞ্চায়ন ও অনুবাদ করা হয়েছে, তার বিস্তারিত তুলে ধরেন বক্তব্যে। রবীন্দ্রসাহিত্য গবেষণা ও সম্পাদনার ইতিহাসের কিংবদন্তি অধ্যাপক সৈয়দ আকরম হোসেন রবীন্দ্রনাথের সাহিত্য ও ডাকঘর নাটকের চিরন্তন চিন্তা সম্পর্কে আলোচনা করেন। বিষয়ের ওপর আরও আলোচনা করেন অধ্যাপক শোয়াইব জিবরান, ড. সম্রাট প্রামানিক প্রমুখ। সেমিনারে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক বেগম আকতার কামাল এবং অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ লোক গবেষক সাইমন জাকারিয়া। সব মিলিয়ে বেশ সমৃদ্ধ একটি আয়োজন। একইদিন জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদ্বোধন করা হয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের। তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। এ উপলক্ষে বিকেল থেকেই মুখরিত ছিল গণগ্রন্থাগার চত্বর। কবিগুরুর গানের খ্যাতিমান শিল্পীরা এসেছিলেন। এসেছিলেন অপেক্ষাকৃত নবীনরাও। সকলের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিলনায়তনের ভেতরাটাও সাজানো হয় সুন্দর করে। রবীন্দ্রনাথের প্রতিকৃতি ও নানা মোটিফ ব্যবহার করে গড়া মঞ্চে ছিল নানা আয়োজন। কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠানমালা। পরে সম্মেলক কণ্ঠে ছিল দুটি গানের পরিবেশনা। স্বদেশ পর্যায়ের প্রথম গানটি- ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা...। পরের গানে শিল্পীরা গেয়ে যান- ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো/ একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো...। সম্মেলক পরিবেশনা শেষে বেজে ওঠে একক কণ্ঠ। শিল্পীরা নিজ নিজ পছন্দের গান গেয়ে শোনান। উৎসবে ছিল কবিতাও। কবিগুরুর কবিতা থেকে আবৃত্তি করে শোনান বাচিক শিল্পীরা। এভাবে প্রথম দিনেই বেশ জমে ওঠে রবীন্দ্রসঙ্গীত উৎসব। চলবে কাল শনিবার পর্যন্ত। এবার নারায়ণগঞ্জ নির্বাচনের আলোচনা। সারা দেশের মতো এ আলোচনায় যথেষ্ট সময় দিয়েছেন ঢাকাবাসী। নির্বাচনের আগে থেকেই ব্যাপক কৌতুহল ছিল শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর নারয়ণগঞ্জ নিয়ে। গত সিটি কর্পোরেশন নির্বাচনে এ দুই প্রার্থী ছিলেন প্রধান আলেচনা। একই রাজনৈতিক দলের কর্মী হয়েও লড়েছিলেন পরস্পরের বিরুদ্ধে। আরও বেশ কিছু কারণে উত্তেজনা চরমে ছিল। এবার অবশ্য ভিন্ন চিত্র। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নির্বাচনে যাননি শামীম। আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছেন আইভী। তার সঙ্গে ভোট যুদ্ধে নামেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এ কারণে উত্তেজনা একটু কম ছিল বটে। তবে প্রতীক যেহেতু নৌকা এবং ধানের শীষ, সাধারণ মানুষের কৌতুহল ছিল তুঙ্গে। ব্যক্তির আলোচনা এক পর্যায়ে পেছনে পড়ে থাকে। সামনে চলে আসে আওয়ামী লীগ বিএনপি। ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি জাতীয় ইস্যুতে পরিণত হয়। দুই দলের এটি প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। সবাই দৃষ্টি দেন নারাণগঞ্জের দিকে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচন। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলও। বিচ্ছিন্নভাবে আসতে থাকা ফলে দেখা যায়, অনেক এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত আইভী। সব একইভাবে চললে জয়ী হওয়ার কথা তার। এর পর ঢাকায় হয়ত নতুন আলোচনা শুরু হবে। সে পর্যন্ত অপেক্ষা।
×