ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ ডিসেম্বর ২০১৬

ঝলক

ভাসমান প্রাণী পর্যবেক্ষণে ড্রোন বাতাসে ভেসে বেড়ানো প্রাণী, পাখির গতিবিধি ও এসব প্রাণীর মুখ থেকে বের হওয়া শব্দ পর্যবেক্ষণে কাজ করবে ড্রোন। এসব ড্রোনও বাতাসে ভেসে বেড়ানো প্রাণীর মতোই ভাসতে পারবে। থাকতে পারবে প্রাণীর কাছাকাছি। কিন্তু এই ড্রোন যে কোন পাখি বা প্রাণীকে অনুসরণ করছে তা পাখিরা টের পাবে না। এসব ড্রোন অনেক চতুর। কাজ করার সময় কোন শব্দ করবে না। আবার প্রাণীকে বিরক্তও করবে না। নিঃশব্দে তথ্য সংগ্রহ করে গবেষকের কাছে বার্তা পাঠাবে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে এই ড্রোন তৈরিতে সক্ষম হয়েছেন। তাদের এই গবেষণাটি সম্প্রতি জার্নাল ইন্টারফেস ফোকাসে প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ১৯ শতকে আকাশে ওড়ার যান তৈরি করে মানুষ। তবে এসব যানের সাহায্যে আকাশে উড়ে বেড়ানো পাখি ও প্রাণীকে পর্যবেক্ষণ করা যায়নি। এসব যান থেকে আকাশে ওড়া নানা ধরনের পোকামাকড়, বাদুড় সব সময়ই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে। তবে এই নতুন ড্রোন আকাশে উড়ে বেড়ানো প্রাণীর কাছাকাছি অবস্থান করতে পারবে। ফলে এসব প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। গবেষণা দলের প্রধান বলেন, কোটি কোটি বছর আগে আকাশে কয়েক লাখ প্রজাতির প্রাণী ও পোকামাকড় উড়ে বেড়াত। এসব অনেক প্রাণীর অস্তিত্ব এখন আর নেই। তাই বর্তমানে আকাশে যেসব প্রাণীর অস্তিত্ব রয়েছে তা জানতে আমাদের এই উদ্যোগ।-সায়েন্স ডেইলি অবলম্বনে অভিনব লড়াই... চেয়ান শ পেশায় বডিবিল্ডার। নিজের বিয়ের তিন সপ্তাহ আগেই তিনি সোশ্যাল সাইটে ফিটনেস সংক্রান্ত একটি ভিডিও আপলোড করে বেশ জনপ্রিয় হন। সম্প্রতি তার আপলোড করা কয়েকটি ভিডিও দেখে চোখে পানি এসেছে বহু মানুষের। ক্যান্সারের সঙ্গে লড়ছেন চেয়ান। এই অসুখের সঙ্গে লড়াই করতে করতে তার শরীরে অনেক পরিবর্তন আসছে। বন্ধুদের সঙ্গে সেই পরিবর্তনকেই ভাগ করে নিতে চাইছেন ফিটনেসপ্রেমী চেয়ান। ওভারিয়ান ক্যান্সার একটি বিরল অসুখ। যাদের এই অসুখ হয় তাদের বেঁচে থাকার একমাত্র উপায় কেমোথেরাপি। চেয়ানের এই অসুখ ধরা পড়ে গত বছর। তারপর থেকে বহু কেমো দেয়া হয় তাকে। কিন্তু তেমন সাড়া দেয়নি শরীর। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন চেয়ান। অস্ত্রোপচার করে তার প্রজনন অঙ্গও বাদ দেয়া হয়েছে। তাও তিনি জানেন- ক্যান্সারের ভয়ঙ্কর রোষ থেকে মুক্ত নন তিনি। বডিবিল্ডিংয়ে কয়েকটি পুরস্কারও পেয়েছেন চেয়ান। কিন্তু এই রোগ তাকে তার ভালবাসা থেকে ক্রমাগত দূরে সরিয়ে দিচ্ছে। তার শরীরের লসিকায় ছড়িয়েছে এই রোগ। সুন্দরী চেয়ানের মাথায় এখন আর ঘন সোনালি চুল নেই। শরীরের গঠনও আর আগের মতো নেই। কিন্তু তিনি এভাবেও সবার সম্মুখে আসতে লজ্জা পাচ্ছেন না। শত শত ক্যান্সার আক্রান্ত মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। মরণ রোগে আক্রান্ত হয়েও রোজ নিজেকে বাঁচিয়ে রাখতে চান এই তরুণী। তাই নিজেকে সবার সামনে এভাবেই মেলে ধরেছেন। ক্যান্সারের এই লড়াইয়ের খারাপ, ভাল সবই তিনি তুলে ধরছেন তার ভিডিওতে। লড়াকু মনোভাবের এই নারী চেয়ানের এসব ভিডিও দেখে চোখের জ্বল ফেলছে তার ভক্তরা। অনেকেই তার মনের শক্তির প্রশংসা করছে। -টেলিগ্রাফ অবলম্বনে
×