ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৬

উবাচ

দড়ি ছিঁড়ে ফেলব স্টাফ রিপোর্টার ॥ শৃঙ্খলা, তাও আবার দড়ি বাঁধাবাঁধির বিষয় হলে কার মানতে ইচ্ছা করে। জাতীয় পার্টিপ্রধান এইচএম এরশাদ তো রাখ ঢাক না করে বলেই ফেলেছেন- এবার শৃঙ্খলের দড়িই ছিঁড়ে ফেলব। এই শৃঙ্খলের মধ্যে রাখার জন্য আওয়ামী লীগ-বিএনপি উভয়কে দায়ী করেছেন তিনি। এরশাদ বলেছেন, নব্বইয়ের পর কোন সরকারই আমার সঙ্গে সুবিচার করেনি। আমি একজন শৃঙ্খলবদ্ধ রাজনীতিবিদ। বিএনপির আমলে দায়ের করা মামলা এখনও সচল রেখেছে সরকার। সবাই আমাকে শৃঙ্খলের দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়। কিন্তু এবার আমাকে আর আটকে রাখতে পারবে না। সকল শৃঙ্খলের দড়ি ছিঁড়ে ফেলব। জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে। এরশাদ বলেন, আমার শাসনামলে মানুষের মধ্যে কোন হাহাকার ছিল না, সংশয় ছিল না। তাই মানুষ আবার জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। আগামীতে একক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেব, দেশে শান্তি সুপ্রতিষ্ঠিত করব। ব্রেকলেস দল স্টাফ রিপোর্টার ॥ সব সময় সড়কের খানাখন্দক আর গাড়ি আর গাড়ি চালকদের নিয়ে কথা বলতে বলতে এখন রাজনৈতিক দলেরও রাস্তার মতোই অবস্থা দেখছেন সড়ক এবং সেতুমন্ত্রী। সম্প্রতি বিএনপি এখন ব্রেকলেস- বেপরোয়া দল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর চালানো আন্দোলন, অগ্নি-সন্ত্রাসে ব্যর্থ হয়ে দলটি হতাশায় কথাবার্তা ও আচরণে ব্রেকলেস গাড়ির মতো বেপরোয়া হয়ে গেছে। এখন তারা ‘ডবল স্ট্যান্ড’ ধারণ করেছে। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে, অথচ নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন বয়কট করেছে। এটা কীভাবে হয়, প্রশ্ন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগ করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় ১৫৩ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই কারণে তাদের বুদ্ধিজীবীরা বিএনপিকে এখন হাঁটুভাঙ্গা দল বলে। আমরা তাদের হাঁটুভাঙ্গা বা কোমরভাঙ্গা বলি না; আমরা বিএনপিকে একটি বড় দল হিসেবেই সম্মান জানাতে চাই। সব হারাতে হবে স্টাফ রিপোর্টার ॥ দেশে এখন আর নির্বাচন নেই, আছে নির্বাচনী প্রকল্প বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু বৃহস্পতিবার নারায়ণঞ্জ সিটি নির্বাচনে বিএনপি কোন অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। তাহলে খসরু মাহমুদ চৌধুরীর মুখ রইল কোথায়? নারায়ণগঞ্জে ভোটাররা ভোটটি সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কি-না এ নিয়ে তার আশঙ্কা আছে। বিএনপির এই নেতা বলেন -ক্ষমতাসীনদের শাসন আমলে আমরা শুধু গণতন্ত্র হারায়নি, হারিয়েছি নাগরিক ও ভোটের অধিকার; এদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলে আস্তে আস্তে সব হারাতে হবে। সরকার প্রপাগান্ডার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, সরকার বাংলাদেশকে নিয়ে এখনও প্রপাগান্ডার পর্যায়ে রয়েছে। যেদিন শেষ হবে সেদিন থেকে এদেশের ইতিহাস নতুন করে শুরু হবে। ইতিহাসের ধার না ধারা বিএনপি নেতার মুখে এই কথা কতটা মানানসই তা নিয়ে প্রশ্ন উঠেছে।
×